এই ক্রিকেটার ভর্তি হাসপাতালে, পড়ল ৩০ টা সেলাই!
প্র্যাকটিসে চোট পেয়ে তিরিশটা সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। সেইজন্য তাঁকে দক্ষিণ আফ্রিকা সফরেও দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। আশা করা যাচ্ছে, স্টার্কের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ লেগে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জন অর্কার্ড বলেছেন, 'স্টার্কের কোনও হাড় ভাঙেনি বা চিড় ধরেনি। যদিও ৩০টি সেলাই পড়েছে তাঁর। তাই আগামী কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মিচেলকে।'
ওয়েব ডেস্ক: প্র্যাকটিসে চোট পেয়ে তিরিশটা সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। সেইজন্য তাঁকে দক্ষিণ আফ্রিকা সফরেও দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। আশা করা যাচ্ছে, স্টার্কের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ লেগে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জন অর্কার্ড বলেছেন, 'স্টার্কের কোনও হাড় ভাঙেনি বা চিড় ধরেনি। যদিও ৩০টি সেলাই পড়েছে তাঁর। তাই আগামী কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মিচেলকে।'
আরও পড়ুন গব্বর শুধু গোঁফে তা দিয়ে কাটিয়ে দিলেন আর গম্ভীর ভালো খেলেও বাইরে থেকে গেলেন
আগামী ৩ নভেম্বর থেকে পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া বিধ্বস্ত হয়েছিল। কিন্তু সেই সিরিজেও অজিদের হয়ে সবথেকে বেশি ২৪ উইকেট নিয়েছিলেন ২৬ বছর বয়সী স্টার্ক।
আরও পড়ুন দেশের সেরা তিন দীপিকার মধ্যে আপনার ভোট পাবেন কোন দীপিকা?