2027 ODI World Cup: তেইশ এখন অতীত, সাতাশের সলতে পাকানো শুরু, আগামীর খবর এখনই
2027 ODI World Cup All You Need To Know: সদ্য় ফেলে আসা বিশ্বকাপ অতীত হয়ে গিয়েছে। আইসিসি- ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে আগামীর কাপযুদ্ধ নিয়ে। এই প্রতিবেদনে জানুন কী কী চমক থাকছে আফ্রিকায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০ বছর আগের বদলা নিতে পারেনি ভারত। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। রোহিতদের সামনে সুযোগ ছিল মধুর প্রতিশোধ নেওয়ার। বদলাল না ইতিহাস। আহমেদাবাদে অধরাই থেকেছে 'বদলাপুর'। স্বপ্নভঙ্গ, আবার বছর ২০ পর, ফাইনালে ভারত হেরে যায় ছয় উইকেটে। বিশ্বসেরা সেই অস্ট্রেলিয়া। সময় থেমে থাকে না। সে এগিয়ে যায় নিজের ছন্দেই। তেইশ এখন অতীত, সাতাশের সলতে পাকানো শুরু, আগামীর কাপযুদ্ধের সব আপডেট জানুন এখনই। অপেক্ষা মাত্র চার বছরের।
আরও পড়ুন: ICC: 'লড়াই চলবে...' আইসিসির যৌন ফতোয়ায় শেষ কেরিয়ার! অবসর প্রথম ট্রান্স ক্রিকেটারের
২০২৭ সালে কোথায় আর কবে হবে বিশ্বকাপ?
২০২৭ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তিন দেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ের সঙ্গে মহারণের আয়োজক নামিবিয়াও। এই প্রথম নামিবিয়া বিশ্বকাপের আয়োজন করবে। ওডিআই বিশ্বকাপের ১৪ তম সংস্করণ হচ্ছে আফ্রিকা মহাদেশে। এই নিয়ে দ্বিতীয়বার এই মহাদেশ বিশ্বকাপের আয়োজন করছে। ২০০৩ সালেও আফ্রিকায় হয়েছিল বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ের সঙ্গে ছিল কেনিয়া। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে গ্রুপ পর্বে বিদায় নিলেও, কেনিয়া কিন্তু উঠেছিল সেমিফাইনালে। সেখানে তাদের বিজয়রথ থামিয়েছিল ভারত। ১৯৮৩ সালের পর সৌরভের নেতৃত্বে ভারত ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে সেই বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার ১২টি স্টেডিয়ামে মূলত হবে খেলা। জিম্বাবোয়ের দু'টি মাঠ ও কেনিয়ার একটি মাঠ বেছে নেওয়া হয়েছে।
২০২৭ বিশ্বকাপে কোয়ালিফিকেশনের সমীকরণ
তেইশ দেখেছে ১০ দলের মধ্য়ে খেতাব নিয়ে লড়াই। তবে সাতাশ দেখবে ১৪ দলের কাপযুদ্ধ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে যেহেতু বিশ্বকাপ আয়োজন করছে, সেহেতু তাদের কোয়ালিফিকেশন নিয়ে কোনও মাথাব্য়থা নেই। মূলপর্বের আসন সংরক্ষিতই। তবে নামিবিয়া আয়োজক দেশ হয়েও তাদের মূলপর্বে খেলা নিশ্চিত নয়। আগামী কয়েক বছরে তাদের পারফরম্য়ান্স দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। বাকি ১২ দলের জন্য় যোগ্য়তা অর্জনের যা নিয়ম, নামিবিয়ার ক্ষেত্রেও একই নিয়ম লাগু হবে। বিশ্বকাপের আগে নির্দিষ্ট সময়ের মধ্য়ে ওডিআই ক্রমতালিকায় থাকতে হবে প্রথম আটের মধ্য়ে। বাকি চার দলকে ঢুকতে হবে কোয়ালিফায়ার খেলেই।
২০২৭ বিশ্বকাপে কী ফরম্য়াটে খেলা হবে?
সাতটি করে দল নিয়ে হবে দু'টি গ্রুপ। প্রতি গ্রুপের প্রথম তিন দল চলে যাবে সুপার সিক্সে। সেটি দ্বিতীয় রাউন্ডের খেলা সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল। ২০০৩ বিশ্বকাপের ফরম্য়াটই ফিরছে। গ্রুপ পর্যায়ে একে অপরের সঙ্গে একবারই খেলবে। ফলে প্রতি দলের থাকবে তিনটি করে ম্য়াচ। সাতাশের বিশ্বকাপ কিন্তু ফিরছে নয়ের দশকেও। ১৯৯৯ বিশ্বকাপের একটি নিয়ম দেখা যাবে অন্য় ভাবে। থাকছে পয়েন্টস ক্য়ারি ফরোয়ার্ড ওরফে পিসিএফ সিস্টেম। প্রাথমিক ভাবে পুল পর্যায়ে পিসিএফের মাধ্য়মে প্রতি দল দু'টি করে বাড়তি পয়েন্ট পাবে। সুপার সিক্সে ও নকআউটে চলে যাওয়া দলের সঙ্গে জুড়বে আরও একটি পয়েন্ট।
আরও পড়ুন: KKR: 'বুকে আগুন জ্বলছে...'! শাহরুখের আস্থা সেই গম্ভীরেই, কলকাতায় ফিরলেন অধিনায়ক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)