এক মাস আগে ৩৬, বছর ঘুরতেই সিরিজ জয়; Team India-র উত্থানে অবাক ICC
এক মাসের ব্যবধানে, বছর ঘুরতেই অ্যাডিলেডের কালো দিনের লজ্জা মুছে ব্রিসবেনে আলোয় উদ্ভাসিত টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: ১৯ শে ডিসেম্বর, ২০২০। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম কালো দিন। অ্যডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর। এক মাস পর ১৯ জানুয়ারি, ২০২১। বছর ঘুরতেই ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয় টিম ইন্ডিয়ার। অজিদের গর্ব-গাব্বাতে ধুলোয় লুটিয়ে গেল যাবতীয় দর্প। এক মাসের ব্যবধানে, বছর ঘুরতেই অ্যাডিলেডের কালো দিনের লজ্জা মুছে ব্রিসবেনে আলোয় উদ্ভাসিত টিম ইন্ডিয়া।
ভারতের উত্থানে অবাক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও। টুইট করেছে আইসিসি।
19 Dec 2020: India all out for 36
19 Jan 2021: India breach The Gabba fortress#AUSvIND pic.twitter.com/P0sh5zsmtJ
— ICC (@ICC) January 19, 2021
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে দুপুর রোদে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়েছিল বালির ঘরের মতো। ৩৬/৯ শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ১৯৭৪ সালে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে সব থেকে কম রান করেছিল। সেই রান ছিল ৪২। এতদিন পর্যন্ত সেই লজ্জার অধ্যায় ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রায় কবর হয়ে গিয়েছিল। পুরনো লজ্জার ইতিহাস আবার কবর খুঁড়ে উঠে এসেছিল ডিসেম্বরের সকালে। সে অধ্যায় মুছে লেখা হয়ে গিয়েছে লজ্জার নতুন ইতিহাস। তখন তো অনেকেই বলতে শুরু করেছিলেন ৪-০ তে উড়ে যাবে ভারত।
ভারত অধিনায়ক বিরাট কোহলি হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে ৩৬ রানে অলআউট হওয়ার চরম লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে তাঁকে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম ইন্ডিয়া মেলবোর্নে দুরন্ত কামব্যাক করে। রাহানের নেতৃত্বে টেস্টে সিরিজে সমতা ফেরায় ভারত। বর্ণবিদ্বেষের আঁতুরঘর সিডনিতে টেস্ট ড্র করে টিম ইন্ডিয়া। সিডনির সেই ড্র ভারতীয় ক্রিকেটের ইতিহাসে হয়তো ঐতিহাসিক আখ্যা পাবে। পঞ্চম দিনে হনুমা বিহারী, অশ্বিনদের লড়াইয়ের কথা লেখা থাকবে এক অধ্যায়ে। যা হয়তো ঘুরে দেখতে চাইবে না অজিরা।
১৯ জানুয়ারি, ২০২১। আজ ভারতীয় ক্রিকেটের আকাশ ছোঁয়ার দিন। গাব্বায় সিরিজের শেষ টেস্টে অজিদের ডেরায় কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নিলেন পুজারা, পন্থ, রাহানেরা। যেখানে ১৯৮৮ সালে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া। অজিদের সোনালী অতীত আর অহংকার মাটিতে মিশিয়ে দিল ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই জয় আলাদা একটা অধ্যায় হয়ে থাকবে। ডনের দেশে পর পর দুটো সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় জয়: Sourav Ganguly
২০১৮-১৯ মরসুমে স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে হারিয়ে ডনের দেশে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল কোহলির ভারত। অনেকেই বলেছিলেন স্মিথ-ওয়ার্নার না থাকায় এই অস্ট্রেলিয়া 'দুর্বল'। কিন্তু এবার! স্মিথ-ওয়ার্নারের সঙ্গে এবার যোগ হয়েছে লাবুশানে। এবার অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারাল কোহলিহীন আনকোরা টিম ইন্ডিয়া। এবার কী বলবেন নিন্দুকেরা? সমালোচকদের মুখ হয়তো আপাতত বন্ধ!