টানা ১৬ ম্যাচ অপরাজিত ভারত
ঘরের মাঠে টানা অপরাজিত থাকার ক্ষেত্রে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক ম্যাচের রেকর্ডকে ছুঁয়ে ফেলল বিরাট কোহলির ভারত। ভাইজাগে ইংল্যান্ডকে হারানোর পর টানা ১৬ ম্যাচ অপরাজিত ভারতীয় দল। আরও পড়ুন- বিরাটের বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ
ব্যুরো: ঘরের মাঠে টানা অপরাজিত থাকার ক্ষেত্রে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক ম্যাচের রেকর্ডকে ছুঁয়ে ফেলল বিরাট কোহলির ভারত। ভাইজাগে ইংল্যান্ডকে হারানোর পর টানা ১৬ ম্যাচ অপরাজিত ভারতীয় দল। আরও পড়ুন- বিরাটের বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ
দুহাজার বারো সালে অ্যালিস্টার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের কাছে শেষবারের জন্য ঘরের মাঠে হেরেছিল ভারতকে। সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে ঘরের মাটিতে ষোলটি ম্যাচের তেরোটিতে জিতেছে এবং তিনটি ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। তবে টানা কুড়িটি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ভারতের। উনিশো সাতাত্তর থেকে উনিশো আশির মধ্যে টানা কুড়িটি টেস্ট ম্যাচ অপরাজিত ছিল ভারত।