বিরাটের জীবনে বড় দিন! আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পূর্তিতে আবেগঘন কোহলি
অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ব ক্রিকেটকে এখন কার্যত শাসন করছেন কিং কোহলি।
নিজস্ব প্রতিবেদন: ১৮ অগাস্ট, বিরাট কোহলির জীবনে বড় দিন। কোহলির জীবনের স্মরণীয় দিন। ১২ বছর আগে অর্থাত্ ২০০৮ সালে ১৮ অগাস্ট টিম ইন্ডিয়ার জার্সিতে জীবনের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম একদিনের ম্যাচ খেলেছিলেন বিরাট। ডাম্বুলায় সেই ম্যাচে সেদিন বিরাট মাত্র ১২ রান করেছিলেন। অভিষেক ম্যাচে সেদিন ১২ রানে ফিরলেও ১২ বছরে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির এক যুগ পূর্তিতে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই। টুইটে লিখেছে, "০০৮ সালে এই দিনে তরুণ বিরাট কোহলি ভারতের জার্সিতে প্রথমবার খেলতে নেমেছিল। তার পরের ঘটনা ইতিহাস। "
On this day in 2008, a young @imVkohli donned the #TeamIndia jersey for the first time and as they say the rest is history.
Here's congratulating #TeamIndia Captain on #12YearsOfVirat pic.twitter.com/ietcVCDfrG
— BCCI (@BCCI) August 18, 2020
অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ব ক্রিকেটকে এখন কার্যত শাসন করছেন কিং কোহলি। একের পর এক মাইলস্টোন স্পর্শ করেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। কেরিয়ারের ১২ বছর পূর্তিতে টুইট করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
Time flies. Forever grateful pic.twitter.com/vszTMGAPfr
— Virat Kohli (@imVkohli) August 18, 2020
এবার আর বেশি কথা লেখেননি কিং কোহলি। ছোট্ট করে লিখলেন, "সময় উড়ে যায়, চিরকাল কৃতজ্ঞ। "
আরও পড়ুন - আমিরশাহিতে IPL-এর টাইটেল স্পনসর ফ্যান্টাসি অ্যাপ Dream11