100 Crore In IPL Auction: প্রবল ধনবর্ষা ১০ ভারতীয়র, আইপিএল খেলেই ১০০ কোটি টাকা! নক্ষত্রখচিত তালিকায় কারা?

10 Indian Cricketers Will Get 100 Crore In IPL: আইপিএল খেলেই ১০ ভারতীয় ক্রিকেটার পেতে পারেন ১০০ কোটি টাকা বা তারও বেশি। বিরাট ভবিষ্য়দ্বাণী করে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা

Updated By: Mar 13, 2024, 04:32 PM IST
100 Crore In IPL Auction: প্রবল ধনবর্ষা ১০ ভারতীয়র, আইপিএল খেলেই ১০০ কোটি টাকা! নক্ষত্রখচিত তালিকায় কারা?
প্রবল ধনবর্ষা আইপিএলে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর আইপিএল নিলামে প্য়াট কামিন্স (Pat Cummins) ও মিচেল স্টার্ককে (Mitchell Starc) নেওয়ার জন্য় সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) যে টাকা খরচ করছে, তা নিয়ে বিস্তর লেখালেখি ও আলোচনা হয়েছে। একজন ক্রিকেটারকে ২০ কোটি টাকা বা তার বেশি দিতেও ভাবেনি ফ্র্য়াঞ্চাইজিগুলি। তবে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার রবিন উথাপ্পা (Robin Uthappa) মনে করছেন যে, এই ঐতিহাসিক অর্থে কেনাবেচা নিয়ে চর্চাই হত না, যদি আইপিএলে পার্সের অস্তিত্ব থাকত। প্রাক্তন কেকেআর ও সিএসেক স্টার মনে করছেন যে, ভারতেরই এমন ১০ জন ক্রিকেটার আছেন, যাঁরা নিলামে ১০০ কোটি টাকা পেতেন।

আরও পড়ুন: WATCH | Ishan Kishan | IPL 2024: হোটেলে হাড়হিম, আয়নার অবয়বে আত্মারাম খাঁচাছাড়া! পড়িমরি ছুট ঈশানের

এক খেলার খবরের অনলাইন পোর্টালে উথাপ্পা বলেন, 'নিলামে যদি পার্সের কোনও সীমাবদ্ধতা না থাকে, মানে ধরে নেওয়া যাক পার্স হবে ৫০০ বা ১০০০ কোটি টাকার। তাহলে আমি বলতে পারি যে, আমাদের ১০ জন ক্রিকেটার এমন আছে, যারা ১০০ কোটি টাকা বা তার বেশি পাবে। প্রথমেই বলব জসপ্রীত বুমরার কথা। ও ১০০ কোটি টাকার উপরেই পাবে। দুয়ে থাকবে বিরাট কোহলি। রোহিত শর্মা থাকবে তিনে। অবশ্য়ই হার্দিক পাণ্ডিয়াও। রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল, রুতুরাজ গায়কোয়াড় অবশ্যই ৮০-১০০ কোটি টাকার উপর পাবে। শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল পাবে ১০০ কোটির উপর।'

অনেকের কাছেই প্রশ্ন যে, আইপিএল পার্স ঠিক কী? আইপিএলে পার্স বলতে বোঝায় বাজেট। বিসিসিআই যেটা বেঁধে দিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। এবার যেমন বোর্ড সর্বোচ্চ ১০০ কোটি টাকা খরচ করার অনুমোদন দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলিকে। গতবছর এই পার্স ছিল ৯৫ কোটি টাকার। পাঁচ কোটি টাকা এবার বাড়ানো হয়েছে। ধরা ও ছাড়া খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হওয়ার পরেই ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামযুদ্ধে নামতে পারে। সর্বাধিক ২৫ জন ক্রিকেটারকে নিয়েই দল গোছানোর অনুমোদন ছিল। বলা হয়েছিল আটজনের বেশি বিদেশি ক্রিকেটারকে নেওয়া যাবে না।

 আরও পড়ুন: WATCH | Hardik Pandya | IPL 2024: 'দেশের হয়ে খেলে না, সোজা আইপিএল'! হার্দিককে তীব্র কটাক্ষ প্রাক্তন নক্ষত্রের

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.