শপথে ওবামা

Jan 22, 2013, 13:48 PM IST
1/15

ছায়াআমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ব্যারাক হুসেন ওবামা। ওয়াশিংটন ডিসিতে মার্টিন লুথার কিং জুনিয়রের মূর্তি সামনে।

ছায়া
আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ব্যারাক হুসেন ওবামা। ওয়াশিংটন ডিসিতে মার্টিন লুথার কিং জুনিয়রের মূর্তি সামনে।

2/15

ওভাল অফিসেসোমবার জনতার দরবারে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়ার আগে ওভাল অফিসে প্রেসিডেন্ট ওবামা। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বিডেন, ন্যান্সি পেলোসি, হ্যারি রেইড ও অন্যান্য নেতাদের মার্কিন নেতারা।

ওভাল অফিসে
সোমবার জনতার দরবারে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়ার আগে ওভাল অফিসে প্রেসিডেন্ট ওবামা। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বিডেন, ন্যান্সি পেলোসি, হ্যারি রেইড ও অন্যান্য নেতাদের মার্কিন নেতারা।

3/15

শপথজনতার সামনে শপথ নেওয়ার আগে রবিবারেই হোয়াইট হাউসের ব্লু রুমে প্রেসিডেন্ট ওবামাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন চিফ জাস্টিস জন রবার্টস। ঐতিহাসিক রবিনসন ফ্যামিলি বাইবেল হাতে ফার্স্ট লেডি মিশেল ওবামা। সঙ্গে সাশা ও মালিয়া।

শপথ
জনতার সামনে শপথ নেওয়ার আগে রবিবারেই হোয়াইট হাউসের ব্লু রুমে প্রেসিডেন্ট ওবামাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন চিফ জাস্টিস জন রবার্টস। ঐতিহাসিক রবিনসন ফ্যামিলি বাইবেল হাতে ফার্স্ট লেডি মিশেল ওবামা। সঙ্গে সাশা ও মালিয়া।

4/15

সেনা কুর্নিশক্যাপিটল প্রাসাদের পূর্ব প্রান্তে সেনা প্রধানের কুর্নিশ গ্রহণ করছেন ফার্স্ট লেডি, প্রেসিডেন্ট ওবামা, আর্মি মেজর জেনারেল মাইকেল জে লিনিংটন, ভাইস প্রেসিডেন্ট জো বিডেন এবং জিল বিডেন।

সেনা কুর্নিশ
ক্যাপিটল প্রাসাদের পূর্ব প্রান্তে সেনা প্রধানের কুর্নিশ গ্রহণ করছেন ফার্স্ট লেডি, প্রেসিডেন্ট ওবামা, আর্মি মেজর জেনারেল মাইকেল জে লিনিংটন, ভাইস প্রেসিডেন্ট জো বিডেন এবং জিল বিডেন।

5/15

বেয়নেট হোক যত ধারালো...হোয়াইট হাউসের পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউতে ইনঅগ্যুরাল প্যারাড দেখছেন প্রেসিডেন্ট ওবামা।

বেয়নেট হোক যত ধারালো...
হোয়াইট হাউসের পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউতে ইনঅগ্যুরাল প্যারাড দেখছেন প্রেসিডেন্ট ওবামা।

6/15

আনুষ্ঠানিক শপথ গ্রহণশপথ গ্রহণ হয়েছিল রবিবারই। তবে তা সংক্ষিপ্ত পরিসরে। আর সোমবার দেশের নাগরিকদের সামনে ফের শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশে ছিলেন স্ত্রী ও দুই কন্যা। সোমবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে সস্ত্রীক প্রেসিডেন্ট।

আনুষ্ঠানিক শপথ গ্রহণ
শপথ গ্রহণ হয়েছিল রবিবারই। তবে তা সংক্ষিপ্ত পরিসরে। আর সোমবার দেশের নাগরিকদের সামনে ফের শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশে ছিলেন স্ত্রী ও দুই কন্যা। সোমবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে সস্ত্রীক প্রেসিডেন্ট।

7/15

ভাষণেএরপরই দেশবাসীর প্রতি ভাষণ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। দেশের গণতন্ত্র ও অর্থনীতিই যে তাঁর প্রধান লক্ষ্য তা বারবার উঠে এসেছে ওবামার সংক্ষিপ্ত ভাষণে। অভিবাসন নীতির ব্যাপক সংস্কার তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানিয়েছেন বারাক হুসেন ওবামা।

ভাষণে
এরপরই দেশবাসীর প্রতি ভাষণ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। দেশের গণতন্ত্র ও অর্থনীতিই যে তাঁর প্রধান লক্ষ্য তা বারবার উঠে এসেছে ওবামার সংক্ষিপ্ত ভাষণে। অভিবাসন নীতির ব্যাপক সংস্কার তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানিয়েছেন বারাক হুসেন ওবামা।

8/15

লক্ষ মানুষের ভিড়ে...সোমবার লক্ষাধিক মানুষের সামনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বারাক হুসেন ওবামা। বাইবেলে বাঁ হাত, ডান হাত শপথ-ভঙ্গিতে উপরে তুলে ওয়াশিংটনে ক্যাপিটল প্রাসাদের ঐতিহাসিক সাদা গম্বুজের নিচে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি।

লক্ষ মানুষের ভিড়ে...
সোমবার লক্ষাধিক মানুষের সামনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বারাক হুসেন ওবামা। বাইবেলে বাঁ হাত, ডান হাত শপথ-ভঙ্গিতে উপরে তুলে ওয়াশিংটনে ক্যাপিটল প্রাসাদের ঐতিহাসিক সাদা গম্বুজের নিচে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি।

9/15

সফর সঙ্গীভাইস প্রেসিডেন্ট জো বিডেন রবিবারই শপথ নিয়েছিলেন। সোমবার প্রেসিডেন্ট ওবামার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি জন রবার্টস।

সফর সঙ্গী
ভাইস প্রেসিডেন্ট জো বিডেন রবিবারই শপথ নিয়েছিলেন। সোমবার প্রেসিডেন্ট ওবামার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি জন রবার্টস।

10/15

ক্যাপিটলসোমবার লক্ষাধিক মানুষের সামনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বারাক হুসেন ওবামা। বাইবেলে বাঁ হাত, ডান হাত শপথ-ভঙ্গিতে উপরে তুলে ওয়াশিংটনে ক্যাপিটল প্রাসাদের ঐতিহাসিক সাদা গম্বুজের নিচে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি।

ক্যাপিটল
সোমবার লক্ষাধিক মানুষের সামনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বারাক হুসেন ওবামা। বাইবেলে বাঁ হাত, ডান হাত শপথ-ভঙ্গিতে উপরে তুলে ওয়াশিংটনে ক্যাপিটল প্রাসাদের ঐতিহাসিক সাদা গম্বুজের নিচে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি।

11/15

উদ্বোধনে বিয়ন্সেআনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতে। গাইছেন বিয়ন্সে।

উদ্বোধনে বিয়ন্সে
আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতে। গাইছেন বিয়ন্সে।

12/15

`তোমার সামনে নতজানু আমি`জনতার দরবারে শপথ অনুষ্ঠানের পর ওয়াশিংটন কনভেনশন সেন্টারে `ইনঅগ্যুরাল বল`এ ফার্স্ট লেডির সামনে নতজানু প্রেসিডেন্ট ওবামা। ডিজাইনার জেসন হু-এর তৈরি লাল গাউনে মিশেল ওবামা তাল মেলান নাচে।

`তোমার সামনে নতজানু আমি`
জনতার দরবারে শপথ অনুষ্ঠানের পর ওয়াশিংটন কনভেনশন সেন্টারে `ইনঅগ্যুরাল বল`এ ফার্স্ট লেডির সামনে নতজানু প্রেসিডেন্ট ওবামা। ডিজাইনার জেসন হু-এর তৈরি লাল গাউনে মিশেল ওবামা তাল মেলান নাচে।

13/15

`লেটস স্টে টুগেদ্যর``ইনঅগ্যুরাল বল`এ জেনিফার হাডসনের `লেটস স্টে টুগেদ্যর`এর তালে বল-রুম পরিবেশন করেন সস্ত্রীক প্রেসিডেন্ট ওবামা। মঞ্চে জেনিফার হাডসন।

`লেটস স্টে টুগেদ্যর`
`ইনঅগ্যুরাল বল`এ জেনিফার হাডসনের `লেটস স্টে টুগেদ্যর`এর তালে বল-রুম পরিবেশন করেন সস্ত্রীক প্রেসিডেন্ট ওবামা। মঞ্চে জেনিফার হাডসন।

14/15

`সেভ দ্য লাস্ট ডান্স ফর মি``ইনঅগ্যুরাল বল`এ প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।

`সেভ দ্য লাস্ট ডান্স ফর মি`
`ইনঅগ্যুরাল বল`এ প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।

15/15

দ্য স্টার স্প্যাঙ্গলড ব্যানারসোমবার ওয়াশিংটন ডিসি`র ক্যাপিটল প্রাসাদের সামনে উপস্থিত হন লক্ষাধিক মানুষ। ঐতিহাসিক সাদা গম্বুজের নিচে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বারাক হুসেন ওবামা। সূর্যাস্তের পরেও `ওল্ড গ্লোরি`তে মুখ ঢেকেছে ক্যাপিটল।

দ্য স্টার স্প্যাঙ্গলড ব্যানার
সোমবার ওয়াশিংটন ডিসি`র ক্যাপিটল প্রাসাদের সামনে উপস্থিত হন লক্ষাধিক মানুষ। ঐতিহাসিক সাদা গম্বুজের নিচে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বারাক হুসেন ওবামা। সূর্যাস্তের পরেও `ওল্ড গ্লোরি`তে মুখ ঢেকেছে ক্যাপিটল।