ভারতের প্রথমারা

Mar 07, 2013, 19:06 PM IST
1/20

কল্পনা চাওলাপ্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী। ১৯৯৭ সালে প্রথমবার মহাকাশে পাড়ি দেন।

কল্পনা চাওলা
প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী। ১৯৯৭ সালে প্রথমবার মহাকাশে পাড়ি দেন।

2/20

অরুন্ধতী রায়গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে ম্যান বুকার প্রাইজ পান ১৯৯৮ সালে।

অরুন্ধতী রায়
গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে ম্যান বুকার প্রাইজ পান ১৯৯৮ সালে।

3/20

কর্ণম মালেশ্বরীপ্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক জেতেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ভারত্তোলনে ব্রোঞ্জ পদক পান মালেশ্বরী।

কর্ণম মালেশ্বরী
প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক জেতেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ভারত্তোলনে ব্রোঞ্জ পদক পান মালেশ্বরী।

4/20

প্রতিভা পাটিলপ্রতিভা পাটিল-ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি(২০০৭-২০১২)।

প্রতিভা পাটিল
প্রতিভা পাটিল-ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি(২০০৭-২০১২)।

5/20

মীরা কুমারলোকসভার প্রথম মহিলা স্পিকার। ২০০৯ সাল থেকে এই পদে আসীন।

মীরা কুমার
লোকসভার প্রথম মহিলা স্পিকার। ২০০৯ সাল থেকে এই পদে আসীন।

6/20

সরোজিনী নাইডুস্বাধীন ভারতের কোনও রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট উত্তর প্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

সরোজিনী নাইডু
স্বাধীন ভারতের কোনও রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট উত্তর প্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

7/20

সি বি মুথাম্মাভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত। হাঙ্গেরি, ঘানা ও নেদারল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। ১৯৪৮ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন ও ১৯৪৯ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। ভারতের প্রথম মহিলা ডিপ্লোম্যাট।

সি বি মুথাম্মা
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত। হাঙ্গেরি, ঘানা ও নেদারল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। ১৯৪৮ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন ও ১৯৪৯ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। ভারতের প্রথম মহিলা ডিপ্লোম্যাট।

8/20

আন্না রঞ্জম মালহোত্রা১৯৫১ সালে প্রথম ভারতীয় মহিলা আইএএস।

আন্না রঞ্জম মালহোত্রা
১৯৫১ সালে প্রথম ভারতীয় মহিলা আইএএস।

9/20

বিজয়লক্ষ্মী পন্ডিতমন্ত্রিসভার প্রথম মহিলা সদস্য (১৯৩৭)। রাষ্ট্রসঙ্ঘের প্রথম মহিলা প্রেসিডেন্ট (১৯৫৩)।

বিজয়লক্ষ্মী পন্ডিত
মন্ত্রিসভার প্রথম মহিলা সদস্য (১৯৩৭)। রাষ্ট্রসঙ্ঘের প্রথম মহিলা প্রেসিডেন্ট (১৯৫৩)।

10/20

আরতি সাহাএশিয়ার প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার হন। ২৯ সেপ্টেম্বর, ১৯৫৯।

আরতি সাহা
এশিয়ার প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার হন। ২৯ সেপ্টেম্বর, ১৯৫৯।

11/20

সুচেতা কৃপালনিস্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ১৯৬৩-১৯৬৭ পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

সুচেতা কৃপালনি
স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ১৯৬৩-১৯৬৭ পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

12/20

ইন্দিরা গান্ধীভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৬৬ সালে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালে প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন সম্মানে ভূষিত হন।

ইন্দিরা গান্ধী
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৬৬ সালে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালে প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন সম্মানে ভূষিত হন।

13/20

কমলাদেবী চট্টোপাধ্যায়স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায় ১৯৬৬ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ম্যাগসাইসাই পুরস্কার পান।

কমলাদেবী চট্টোপাধ্যায়
স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায় ১৯৬৬ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ম্যাগসাইসাই পুরস্কার পান।

14/20

রিতা ফারিয়াপ্রথম ভারতীয় তথা এশিয় মহিলা যিনি বিশ্বসুন্দরী খেতাব জেতেন। ১৯৬৬ সালে রিতা ফারিয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন।

রিতা ফারিয়া
প্রথম ভারতীয় তথা এশিয় মহিলা যিনি বিশ্বসুন্দরী খেতাব জেতেন। ১৯৬৬ সালে রিতা ফারিয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন।

15/20

আশাপূর্ণা দেবীপ্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান। ১৯৬৭ সালে।

আশাপূর্ণা দেবী
প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান। ১৯৬৭ সালে।

16/20

কিরণ বেদীভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। ১৯৭২ সালে আইপিএস হন তিনি।

কিরণ বেদী
ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। ১৯৭২ সালে আইপিএস হন তিনি।

17/20

লীলা শেঠহাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। ১৯৭৮ সালে দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হন।

লীলা শেঠ
হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। ১৯৭৮ সালে দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হন।

18/20

বচেন্দ্রি পালপ্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভেরেস্টের শিখরে পৌঁছন। ১৯৮৪ সালে।

বচেন্দ্রি পাল
প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভেরেস্টের শিখরে পৌঁছন। ১৯৮৪ সালে।

19/20

মীরা সাহেব ফতিমা বিবি১৯৮৯ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।

মীরা সাহেব ফতিমা বিবি
১৯৮৯ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।

20/20

ভারতের প্রথমারাদেশের প্রথম নাগরিকত্ব, মহাকাশে বিচরণ থেকে অলিম্পিকে পদক। ভারতীয় নারীদের কাছে আজ কিছুই অধরা নয়। প্রথম যারা গৃহবন্দি দশা থেকে বেরিয়ে তৈরি করেছিলেন নিজেদের স্বতন্ত্র পরিচয়, চিনে নিয়েছিলেন নিজেদের সুপ্ত প্রতিভা, খুঁজে পেয়েছিলেন নিজেদের সেরাটা; আন্তর্জাতিক নারীদিবসে ভারতের সেইসব প্রথমাদের স্যালুট জানাতে এই স্লাইডশো।

ভারতের প্রথমারা
দেশের প্রথম নাগরিকত্ব, মহাকাশে বিচরণ থেকে অলিম্পিকে পদক। ভারতীয় নারীদের কাছে আজ কিছুই অধরা নয়। প্রথম যারা গৃহবন্দি দশা থেকে বেরিয়ে তৈরি করেছিলেন নিজেদের স্বতন্ত্র পরিচয়, চিনে নিয়েছিলেন নিজেদের সুপ্ত প্রতিভা, খুঁজে পেয়েছিলেন নিজেদের সেরাটা; আন্তর্জাতিক নারীদিবসে ভারতের সেইসব প্রথমাদের স্যালুট জানাতে এই স্লাইডশো।