1/13
2/13
3/13
শহিদ- ১৯৬৫
বলিউডের সর্বকালের সেরা দেশপ্রেমের ছবির নাম এলে মনোজ কুমারের শহিদের কথা হয়তো সবার আগে আসবে। ভগত্ সিংয়ের জীবনীর মাধ্যমে দেশপ্রেমকে দেখানো আর দর্শকদের মধ্যে তা ছড়িয়ে দিয়ে সেরার সেরা তালিকায় ঠাঁই করে নিয়েছেন মনোজ কুমার। স্বাধীনতার পর দেশের মানুষ যখন নিজেদের গ্রাসাচ্ছদনের তাগিদে দেশপ্রেমকে প্রায় ভুলতে বসেছিল, শহিদ মনে করিয়ে দিয়েছিল নিজের অস্তিত্ব রক্ষায় সবার আগে দেশপ্রেম মনে জাগিয়ে রাখার প্রয়োজনীয়তা।
4/13
গান্ধী-১৯৮২
গান্ধীকে ইতিহাসের পাতা থেকে পর্দায় তুলে এনেছিল এই ছবি। মহাত্মা গান্ধীর জীবনী অবলম্বনে এই ছবি ভারতকে এনে দিয়েছিল আটটি অস্কার। ভারতের দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম আর গান্ধী। এই তিন উপাদান একসঙ্গে থাকলে যে কী হতে পারে তা দেখিয়েছিল গান্ধী। সঙ্গে বেন কিনসলের অভিনয়। এরপরও গান্ধীকে নিয়ে আরও প্রায় আধ ডজন ছবি হলেও এই ছবিকে ছাপিয়ে যায়নি কোনওটাই।
5/13
6/13
7/13
8/13
9/13
10/13
11/13
12/13