দাদাসাহেব ফালকে শের খান ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পেলেন বর্ষীয়ান অভিনেতা প্রাণ। ১৯৪০ থেকে ১৯৯০ শতক। এই অর্ধ শতক সাড়ে তিলশো ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তাঁর অভিনীত সেরা দশটি চরিত্র বেছে নিলাম আমরা।
2/11
কাশ্মীর কি কলি, ১৯৬৪ এই ছবিতে `লেডি কিলার` চরিত্রে দেখা যায় প্রাণকে। তাঁর সংলাপ `সতালে সতালে মেরা ভি সময় আয়েগা` আজও জনপ্রিয়।
3/11
গুমনাম, ১৯৬৫ শুরু থেকে প্রাণকে ভিলেন মনে হয়েছিল এই ছবিতে। শেষে অদ্ভুত ভাবে প্রকাশিত হয় প্রাণের চরিত্রের আসল রূপ।
4/11
উপকার, ১৯৬৭ এই ছবিতে প্রতিবন্ধী চরিত্রে প্রাণের অভিনয় এতটাই জনপ্রিয়তা পায় যে জঞ্জির ছবিতে ফের তাঁকে দেখা যায় ওই অবতারে।
5/11
অওরাত, ১৯৬৭ এই ছবিতে মাত্র ত্রিশোর্ধ প্রাণকে অভিনয় করতে দেখা যায় এক বর্ষীয়ান চরিত্রে।
6/11
ভিক্টোরিয়া নং ২০৩, ১৯৭২ একই ছবিতে একসঙ্গে ভিলেন ও কমিক রোল। একমাত্র প্রাণই দেখিয়েছিলেন।
7/11
জঞ্জির, ১৯৭৩ ইয়ারি হ্যায় ইমান মেরা ইয়ার মেরি জিন্দেগি...প্রাণের কথা বললেই মনে আসে এই গানটার কথা। জঞ্জির ছবিতে শের খানের চরিত্রে অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন প্রাণ।
8/11
ববি, ১৯৭৩ ব্লকবাস্টার ববি ছবিতে ধনী, উদ্ধত, জেদী বাবার চরিত্রে দেখা যায় প্রাণকে।