মমির দেশে মুরশি মসনদ হারা মিশরের স্থানীয় সময় বুধবার সকাল নটা একুশ থেকে রাত আটটা চার। সাড়ে দশ ঘণ্টার তত্পরতায় শেষ হয়ে গেল মহম্মদ মুরশির জমানা। বিপ্লবের শরিক সেনা, সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল, সকলেই।
2/7
সেনাবাহিনীকে বার্তা পাঠালেন মুর্শি সকাল ৯.৪১টা ------------------ সেনাবাহিনীকে বার্তা পাঠালেন মুর্শি। বললেন দেশের স্বার্থে যেন বিদ্রোহীদের সঙ্গ না দেওয়া হয়।
3/7
তৈরি হল তাহরির স্কোয়্যার সকাল ১১.০৩টা ------------------- তৈরি হল তাহরির স্কোয়্যার। মুরশি সরে না দাঁড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক
4/7
মুরশির দেওয়া বিকল্প প্রস্তাব খারিজ সকাল ১১.৩৬ -------------------- মুরশির দেওয়া বিকল্প প্রস্তাব খারিজ করে দিলেন সেনাপ্রধান জেনারেল সিসি
5/7
মুরশির পতনের আগাম ঘোষণা সকাল ১০টা ----------- মুরশির পতনের আগাম ঘোষণা করে দিল মিশরের সংবাদমাধ্যম।
6/7
সেনাবাহিনীকে বার্তা পাঠালেন মুর্শি সকাল ৯.৪১টা ------------------ সেনাবাহিনীকে বার্তা পাঠালেন মুর্শি। বললেন দেশের স্বার্থে যেন বিদ্রোহীদের সঙ্গ না দেওয়া হয়।
7/7
সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন মুসলিম ও ক্রিশ্চিয়ান ধর্মগুরুরা দুপুর ১.১৪ --------------- সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন মুসলিম ও ক্রিশ্চিয়ান ধর্মগুরুরা। সঙ্গে ছিলেন বরোধী নেতা মহম্মদ এল-বারাদেই।
দুপুর ১.২৮ ----------------- সরে দাঁড়ানোর শর্ত অগ্রাহ্য করে মুরশি জানালেন গণতন্ত্র রক্ষায় প্রাণ বিসর্জন দিতেও তিনি প্রস্তুত
দুপুর ১.৩৫ ----------------- মিশরের সরকারি টেলিভিশন চ্যানেলের দখল নিল সেনাবাহিনী
বিকেল ৪.৪৫ --------------------- মুরশি শিবির থেকে বার্তা এল সেনা অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে
বিকেল ৪.৫০ ------------------ মুরশির দেশছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল সেনাবাহিনী
বিকেল ৫.৪৫ --------------------- প্রেসিডেন্সিয়াল প্যালেসের সমস্ত আধিকারিক প্যালেস ছেড়ে বেরিয়ে গেলেন। প্যালেসে একাই রইলেন মুরশি