1/6
জিঙ্গল বেল কলিং
শীত জাঁকিয়ে পড়েনি কিন্তু বড়দিন এসে পড়েছে। পিঠে রোড মেখে কমলালেবু খাওয়ার দিন। বড়দিনের উৎসবে সেজে উঠছে প্রত্যেকটি বাড়ি, জ্যারেমির গ্যারেজ, লর্ডসের মোড়ের কেক শপে ম ম গন্ধ। মাতাল করা। সবুজকাকু মুদীর দোকানেও কেক তুলেছে। প্রস্তুতি মেরি ক্রিসমাসের। কিন্তু কীভাবে শুরু হল এসব।
ক্রিসমাসের সমস্ত ঐতিহ্য খ্রিষ্ট জন্মের পূর্বের। আর বাকিগুলো শুরু হয় গত দুই-তিন শতাব্দী আগে। বিশ্বের সব সংস্কৃতি কেক উৎসবকে সাদরে আপন করে নিয়েছে। ক্রিসমাসের বিভিন্ন ঐতিহ্য নানা রঙের জিঙ্গল সাজালাম আমাদের পেজে।
2/6
3/6
4/6
5/6