1/11
2/11
প্রিয়াঙ্কা যখন বাজে মেয়ে
ছবি- এ্যাতরাজ (২০০৪)
চরিত্র- সোনিয়া রয়
কেরিয়ারের শুরুতেই নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দ্বিতীয় বার ভাবেননি প্রিয়াঙ্কা। গ্ল্যামারাস লুক আর অসাধারণ তীক্ষ্ণ অভিনয় তাঁর জাত চিনিয়ে দিয়েছিল এই ছবি থেকেই। ফিল্মফেয়ার, স্ক্রিন অ্যাওয়ার্ড ও গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে জুটেছিল নেগেটিভ চরিত্রে সেরা অভিনয়ের স্বীকৃতি।
3/11
4/11
5/11
ফ্যাশনেবল পিগি চপস
ছবি- ফ্যাশন (২০০৮)
চরিত্র- মেঘনা মাথুর
জীবনের সেরা ছবিগুলির একটি। ছোট শহরের সাধারণ চেহারার মেয়ে থেকে গ্ল্যামারাস প্রথম শ্রেণির মডেল, সবকটি লুকেই প্রিয়াঙ্কা ছিলেন অনবদ্য। এই ছবিতে অভিনয় তাঁকে পৌঁছে দিয়েছিল বলিউড সিঁড়ির একবারে উপরের ধাপে। সেরা অভিনয়ের জন্য জীবনের প্রথম জাতীয় পুরস্কার এসেছে এই ছবির হাত ধরেই। ফিল্মফেয়ার, আইফা ও স্ক্রিন অ্যাওয়ার্ডও ছিল প্রিয়াঙ্কারই।
6/11
7/11
8/11
ঝিলমিল
ছবি- বরফি
চরিত্র-ঝিলমিল চ্যাটার্জি।
অটিস্টিক ঝিলমিল এখনও পর্যন্ত প্রিয়াঙ্কার জীবনে অভিনীত সেরা চরিত্র। ঝাঁকড়া চুল, মোটা ঠোঁটে, নো মেক-আপ লুক প্রিয়াঙ্কাকে দেখে চমকে গেছেন দর্শক থেকে সমালোচকরা। মিলেছে সেরা অভিনেত্রীর জি সিনে অ্যাওয়ার্ড, টাইমস অফ ইন্ডিয়া ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ও স্টারডাস্ট অ্যাওয়ার্ড।
9/11
10/11
11/11