1/10
পেঙ্গূইনের প্রেম
পেঙ্গুইনরা মিলন প্রেমী পাখি। এদের জীবনের বেশির ভাগ সময়টাই কেটে যায় মিলনে। শুধুমাত্র সন্তান উৎপাদনের সময় নয়, পেঙ্গুইনরা মনের খুশি প্রকাশ করতেও পরস্পরের সঙ্গে মিলিত হয়। পেঙ্গুইনদের `ক্লোয়াকাল কিস` প্রক্রিয়াটি পাখি জগতে অভিনব। মিলনের সময় পুরুষ পেঙ্গুইনটি স্ত্রী পেঙ্গুইঙ্কে পিছন দিক থেকে জড়িয়ে ধরে জোরে জোরে ডানা ঝাপটাতে থাকে। তবে পেঙ্গুইনের মিলন প্রক্রিয়াটি বেশ কঠিন। ৭০% ক্ষেত্রে পুরুষ পেঙ্গুইনের প্রাথমিক মিলনের চেষ্টা ব্যর্থ হয়। তাই পেঙ্গুইনরা বেশির ভাগ সময়টাই মিলনে কাটিয়ে দেয়।
2/10
সাপেদের ভালবাসা
বসন্ত এলে সাপেদের বিষাক্ত প্রেমটা বেশ জমাটি হয়। পুরুষ সঙ্গীরা সঙ্গিনীদের ধারকাছে অন্যপুরুষদের ঘেঁসতে দেবে না বলে অনেক সময় ইচ্ছা করে মিলনের সময় দীর্ঘায়িত করে। তবে সাপেরা অন্য সব স্প্রীসৃপদের মতোই `ওপেন সোসাইটি` তে বাস করে। সম্পূর্ণ বহুগামীতায় বিশ্বাসী তারা। একবার মিলনের পর নতুন মেটিং পার্টনার খুঁজতে বেশি আগ্রহী হয়ে পড়ে তারা।
3/10
4/10
5/10
6/10
7/10
লবস্টারের লভ
লবস্টাররা বেশ অদ্ভুত কায়দায় প্রেম করে। শুনতে বিদঘুটে লাগলেও লবস্টাররা মেটিং-এর আগে পার্টনারের মুখের উপর পস্রাব করে দেয়। আসলে লবস্টারের মিলনকালীন এই মূত্রের মধ্যে ফেরোমন থাকে। যা মিলনের জন্য পার্টনারকে আকর্ষণ করে। মিলনের আগে পুরুষ ও স্ত্রী লবস্টার নিজেদের মধ্যে সাধারণত মারপিট করে। তবে মারপিটের শেষে মিলনে মধুরেণ সমাপয়েত ঘটে।
8/10
9/10