Amrit Bharat Station: অমৃত ভারত! আপনার খুব চেনা স্টেশনগুলো বদলে যাবে এমনই...

Feb 26, 2024, 17:16 PM IST
1/16

পাঁশকুড়া স্টেশনের চিত্র

পাঁশকুড়া স্টেশনের চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর।   

2/16

জঙ্গিপুর স্টেশনের চিত্র

জঙ্গিপুর স্টেশনের চিত্র

বাংলা জুড়ে প্রধানমন্ত্রীর অমৃত ভারত স্কিমে রয়েছে মোট ১৯টি স্টেশন। 

3/16

বাগনান স্টেশনের চিত্র

বাগনান স্টেশনের চিত্র

গোটা দেশে ২৮টি স্টেশনের নতুন করে শিলান্যাসের জন্য ৭০৪ কোটি টাকা খরচ করছে ভারতীয় রেল। শুধু বাংলা-ই পাচ্ছে ৫৪৪ কোটি টাকা।   

4/16

উলুবেড়িয়া স্টেশনের চিত্র

উলুবেড়িয়া স্টেশনের চিত্র

বিভিন্ন স্টেশনের নতুন মডেলের ভিডিয়ো পোস্ট করা হয়েছে বঙ্গ বিজেপির অফিসিয়াল পেজ থেকে। 

5/16

আন্দুল স্টেশনের চিত্র

আন্দুল স্টেশনের চিত্র

বিভিন্ন পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে লেখা স্টেশনের নাম। এবং লেখা আছে, 'পশ্চিম বাংলার সার্বিক উন্নয়নে @narendramodi সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ!'

6/16

চন্দননগর স্টেশনের চিত্র

চন্দননগর স্টেশনের চিত্র

শনিবার পূর্ব রেলওয়ের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে এই বিষয়ে জানানো হয়। 

7/16

বাঁকুড়া স্টেশনের চিত্র

বাঁকুড়া স্টেশনের চিত্র

ইতিমধ্যে স্টেশনগুলির মান উন্নয়নের কাজ শুরু হয়েছে।  

8/16

বিষ্ণুপুর স্টেশনের চিত্র

বিষ্ণুপুর স্টেশনের চিত্র

বাংলার বহু স্টেশনের ভোল বদলে ফেলা হবে এই অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে।দমদম স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭,৯৪ কোটি টাকা।

9/16

দমদম স্টেশনের চিত্র

দমদম স্টেশনের চিত্র

দমদম স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭,৯৪ কোটি টাকা। ইতিমধ্যে স্টেশনগুলির মান উন্নয়নের কাজ শুরু হয়েছে।  

10/16

নৈহাটী স্টেশনের চিত্র

 নৈহাটী স্টেশনের চিত্র

স্টেশনগুলির মান উন্নয়নের পাশাপাশি যাত্রীদের জন্য একাধিক সুবিধা থাকবে সেখানে।

11/16

মধ্যমগ্রাম স্টেশনের চিত্র

মধ্যমগ্রাম স্টেশনের চিত্র

স্টেশন অ্যাক্সেসের উন্নতি, সঞ্চালন এলাকা, ওয়েটিং হল, টয়লেট, লিফট/এসকেলেটর, প্রয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফ্রি ওয়াই-ফাই, স্থানীয় পণ্যগুলির জন্য কিয়স্ক। 

12/16

বারাসাত স্টেশনের চিত্র

বারাসাত স্টেশনের চিত্র

এক স্টেশন এক পণ্যে'র মতো স্কিম স্টেশনগুলিতে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

13/16

বনগাঁ স্টেশনের চিত্র

বনগাঁ স্টেশনের চিত্র

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, 'অমৃত ভারত স্টেশন' প্রকল্পের আওতায় বনগাঁ স্টেশনের বরাদ্দে ২৯.৫৪ কোটি টাকা।

14/16

মেচেদা স্টেশনের চিত্র

মেচেদা স্টেশনের চিত্র

আধিকারিকরা বলেন, পূর্ব রেলওয়ে রেলের পরিকাঠামো উন্নয়নে একটি বড় জোর দিয়েছে। 

15/16

সোনারপুর স্টেশনের চিত্র

সোনারপুর স্টেশনের চিত্র

নতুন লাইন থেকে শুরু করে রোড আন্ডার ব্রিজ , রোড ওভার ব্রিজ নির্মাণ এবং অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে স্টেশনগুলির পুনঃউন্নয়ন পর্যন্ত, পূর্ব রেলের উপর একটি বিশাল কাজ চলছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।  

16/16

খড়্গপুর স্টেশনের চিত্র

খড়্গপুর স্টেশনের চিত্র

প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে এই ঐতিহাসিক মুহূর্তের কথা তুলে ধরে জানিয়েছেন, ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে রেলের পরিকাঠামো উন্নয়নের এই ২০০০টি প্রকল্প তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করছেন।