বাজানো হত সংস্কৃত মন্ত্র, মদ-মাংস-মাদক কঠোর ভাবে নিষিদ্ধ! মন্দির নয়, নাইটক্লাব; কোথায় জানেন?
Sanskrit Songs in Buenos Aires Nightclub: একটা নাইটক্লাবে কোন ধরনের গান বাজতে পারে? এ দেশে হলে হিন্দি, পঞ্জাবি, ইংরেজি। কিন্তু সংস্কৃত? হ্যাঁ, ভারতেও কোনও নাইটক্লাবে সংস্কৃত গান বাজছে, ভাবাও কঠিন। কিন্তু ভারতের বাইরে কোথাও নাইটক্লাবে ধুম উন্মাদনার সঙ্গে সংস্কৃত গান বাজছে, এটা তো বোধ হয় পৃথিবীর সবচেয়ে বড় কষ্টকল্পনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা নাইটক্লাবে কোন ধরনের গান বাজতে পারে? অবশ্যই খুব প্রাণ-মাতানো,মন-জাগানো, ছন্দমদির কোনও কিছু। এ দেশে হলে হিন্দি, পঞ্জাবি খুব জোর ইংরেজি। কিন্তু তাই বলে সংস্কৃত? হ্যাঁ, ভারতেও কোনও নাইটক্লাবে সংস্কৃত গান চলছে, এটা ভাবাও কঠিন। শোনাও তো আরও কঠিন। কিন্তু, তবু ভারতে যদিও-বা সংস্কৃত গানের কথা কষ্ট করে হলেও ভাবা যেতে পারে, ভারতের বাইরে কোথাও নাইটক্লাবে ধুম উন্মাদনার সঙ্গে সংস্কৃত গান বাজছে আর লোকজন সেই গানের সঙ্গে ধেই ধেই করে নাচছে-- এ যেন একেবারে ভাবনার বাইরের কোনও ঘটনা। এটা তো বোধ হয় পৃথিবীর সবচেয়ে বড় কষ্টকল্পনা।