বাজানো হত সংস্কৃত মন্ত্র, মদ-মাংস-মাদক কঠোর ভাবে নিষিদ্ধ! মন্দির নয়, নাইটক্লাব; কোথায় জানেন?

Sanskrit Songs in Buenos Aires Nightclub: একটা নাইটক্লাবে কোন ধরনের গান বাজতে পারে? এ দেশে হলে হিন্দি, পঞ্জাবি, ইংরেজি। কিন্তু সংস্কৃত? হ্যাঁ, ভারতেও কোনও নাইটক্লাবে সংস্কৃত গান বাজছে, ভাবাও কঠিন। কিন্তু ভারতের বাইরে কোথাও নাইটক্লাবে ধুম উন্মাদনার সঙ্গে সংস্কৃত গান বাজছে, এটা তো বোধ হয় পৃথিবীর সবচেয়ে বড় কষ্টকল্পনা।

| Mar 18, 2023, 14:47 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা নাইটক্লাবে কোন ধরনের গান বাজতে পারে? অবশ্যই খুব প্রাণ-মাতানো,মন-জাগানো, ছন্দমদির কোনও কিছু। এ দেশে হলে হিন্দি, পঞ্জাবি খুব জোর ইংরেজি। কিন্তু তাই বলে সংস্কৃত? হ্যাঁ, ভারতেও কোনও নাইটক্লাবে সংস্কৃত গান চলছে, এটা ভাবাও কঠিন। শোনাও তো আরও কঠিন। কিন্তু, তবু ভারতে যদিও-বা সংস্কৃত গানের কথা কষ্ট করে হলেও ভাবা যেতে পারে, ভারতের বাইরে কোথাও নাইটক্লাবে ধুম উন্মাদনার সঙ্গে সংস্কৃত গান বাজছে আর লোকজন সেই গানের সঙ্গে ধেই ধেই করে নাচছে-- এ যেন একেবারে ভাবনার বাইরের কোনও ঘটনা। এটা তো বোধ হয় পৃথিবীর সবচেয়ে বড় কষ্টকল্পনা।

1/6

বুয়েনস এয়ারস

না কষ্টকল্পনা নয়। ঠিক এমনই ঘটেছে আর্জেন্টিনার বুয়েন্স এয়ারসে। সেখানকার 'গ্রুভ' নামের এক নাইটক্লাবে সালসা সামবা নয়, বাজত সংস্কৃত গান।

2/6

গোবিন্দ-গোবিন্দ, জয় জয় রাধারমণ, হরি বোল...

কী গান বাজত? গণেশ শরণম, গোবিন্দ-গোবিন্দ, জয় জয় রাধারমণ, হরি বোল, জয় কৃষ্ণ হরে ইত্যাদি! সেই নাইটক্লাবে স্থানীয় মানুষজনকে এই সব স্তোত্রের সঙ্গে নাচতেও দেখা যেত। 

3/6

মারাদোনার দেশ

মারাদোনার দেশ এই আর্জেন্টানা, মারাদোনার জন্ম-শহর। কিন্তু সেই রকম একটা জায়গার নাইটক্লাবে মাদক সম্পূর্ণ নিষিদ্ধ! মাছ-মাংস পর্যন্ত ঢোকে না! নাইটক্লাব হলেও এখানকার অ্যাম্বিয়েন্স একেবারে মন্দির-মন্দির।   

4/6

দর্শনে মগ্ন নাইটক্লাবও

এই ক্লাবের সিংগার রডরিগো জানিয়েছিলেন, শরীরের সঙ্গে আত্মার সংযোগের জন্যই তো এই মন্ত্র, ধ্যান, নৃত্য-গীতের এত আয়োজন। মারাদোনার দেশের একটি নাইটক্লাবও সেই দর্শনে মগ্ন। 

5/6

৮০০ আর্জেন্টিনীয় একসুরে

চারঘণ্টা ধরে সেখানে যে নাচগান হয়, তা উপভোগ করেন প্রায় ৮০০ আর্জেন্টিনীয়। এর পরেও শ্রোতারা কেউ এগজস্টেড হয়ে পড়েন না, বরং একটা নিবিড় শান্তি ও আনন্দমাধুর্যকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন তাঁরা।

6/6

করোনা অতিমারির জেরে

তবে দুঃখের কথা হল, করোনা অতিমারি এবং তার জেরে ঘটা লকডাউন প্রভাব ফেলেছে এই নাইটক্লাবের উপর। লকডাউনে এটা বন্ধ হয়ে গিয়েছিল। পরে এটি একটা রিসর্ট হিসেবে নতুন ভেঞ্চার শুরু করে।