সোনম কাপুরের এই পোশাকের দাম শুনলে চমকে উঠবেন...

Nov 29, 2019, 16:13 PM IST
1/6

দেশ ছেড়ে আপাতত হাবি আনন্দ আহুজার সঙ্গে লস অ্যাঞ্জেলসেই থাকেন সোনম কাপুর। 

2/6

সম্প্রতি লস অ্যাঞ্জেলসের ফ্লোরাল প্রিন্টেড পোশাকে ধরা দিয়েছেন সোনম। সেই ছবি নিজের পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

3/6

সোনমের এই পোশাকের দাম শুনলে আপনিও চমকে যাবেন। 

4/6

জানা যাচ্ছে সোনমের এই পোশাকের দাম ৮৩৭ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ৫৯, ৭৩৮ টাকা। 

5/6

N-Duo ব্র্যান্ডের এই পোশাকের যা দাম, এই টাকায় যে কেউ মলদ্বীপ ঘুরে আসতে পারে। 

6/6

  এই ব্র্যান্ডের নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করা হয়েছে সোনমের ছবি।