পরিবারের তৃতীয় সন্তানের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত: রামদেব
May 27, 2019, 10:24 AM IST
1/5
S 5
দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরব হলেন যোগগুরু রামদেব। রবিবার তিনি বলেন আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা ১৫০ বেশি হওয়া উচিত নয়।
2/5
S 4
জনসংখ্যা কমানোর লক্ষ্যে সরকারের বেশকিচু পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন রামদেব। তিনি বলেন, সরকারের আইন তৈরি করা উচিত যেখানে পরিবারের তৃতীয় সন্তানের ভোটাধিকার থাকবে না।
photos
TRENDING NOW
3/5
S 3
তৃতীয় সন্তানের নির্বাচনেও লড়াইয়েও নিষেধাজ্ঞা জারির পক্ষে সওয়াল রামদেবের।
4/5
S 2
রামদেব এদিন আরও বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের এমন আইন করা উচিত যা দেশের মানুষকে ২টির বেশি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্র বাধা হয়ে দাঁড়াবে। কোনও ব্যক্তি তা তিনি যে ধর্মেরই হোন না কেন সবার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।
5/5
s 1
রামদেব আরও বলেন দেশের গোহত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হোক। এতে গোরক্ষক ও সাধারণ মানুষের মধ্যেকার সংঘর্ষ কমবে।