খোঁজ মিলল বিখ্যাত রাজনীতিকের আঁকা ছবি, বিপুল দামে কিনেছিলেন ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রাণা কাপুর

Mar 08, 2020, 20:23 PM IST
1/7

ইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নাম জড়াচ্ছে রাজনীতিবিদদেরও। ইডির দাবি, রাণা কাপুরের বাড়ি থেকে ৪৪ টি পেন্টিং উদ্ধার হয়েছে। 

2/7

যার মধ্যে কয়েকটি বিখ্যাত রাজনীতিকের আঁকা। বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিয়ে সেগুলি কিনে নেন রাণা কাপুর।

3/7

দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড বা DHFL-এর মালিক ধীরজ ওয়াধাবনের সংস্থা RKW ডেভেলপার্সকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দেন রাণা কাপুর। বিনিময়ে DHFL-এর কাছ থেকে ৬০০ কোটি টাকা পান। 

4/7

RKW ডেভেলপার্সের সঙ্গে দাউদ ইব্রাহিমের একসময়ে ডান হাত ইকবাল মেমনের কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। এমন একের পর তথ্য সামনে আসতেই  রানাকে গ্রেফতার করে ইডি। 

5/7

তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা ও আর্থিক তছরূপের অভিযোগ আনা হয়েছে। ১১ মার্চ পর্যন্ত তাঁকে ইডি হেফাজত হয়েছে।

6/7

ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে আসরে নামতে হয়েছে  স্টেট ব্যাঙ্ককে । RBI-র নির্দেশে ইতিমধ্যেই এই ব্যাঙ্কের ৪৯ শতাংশ অংশীদারি  হাতে নিয়েছে দেশের সর্ববৃহত্‍ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। তারপরই ডেবিট কার্ডে টাকা তোলার পরিষেবা ফের চালু করল ইয়েস ব্যাঙ্ক। টুইট করে ব্যাঙ্ক জানিয়েছে।

7/7

ডেবিট কার্ড ব্যবহার করে ইয়েস ব্যাঙ্ক বা অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে সরকারি পদক্ষেপের কড়া সমালোচনায় কংগ্রেস। পাল্টা জবাব এসেছে বিজেপি শিবির থেকেও।