দেশজুড়ে ৫০টি শাখা বন্ধ করছে এই ব্যাঙ্ক, অ্যাকাউন্ট আছে নাকি!

Oct 26, 2020, 17:14 PM IST
1/5

উপায় নেই। কমাতে হবে খরচ। এক ধাক্কায় একাধিক শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ইয়েস ব্যাঙ্ক।

2/5

ব্যাঙ্কের নতুন ম্য়ানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, দেশজুড়ে ইয়েস ব্যাঙ্কের ৫০টি শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া কোনও উপায় ছিল না।

3/5

গত মার্চ মাসে ব্যাঙ্কের দায়িত্ব নেন প্রশান্ত কুমার। সূত্রের খবর তারপরেই ব্যাঙ্ক পরিচালনার খরচ ২১ শতাংশ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

4/5

সেন্ট্রাল মুম্বইয়ের ইন্ডিয়াবুলস ফাইনান্স সেন্টারে সদর দফতর রয়েছে ব্যাঙ্কের। খরচ কমাতে সেখানে ইতিমধ্য়েই দুটি ফ্লোর ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও দেশের ১১০০ শাখার ভাড়া কম করার ব্যাপারে কথাবার্তা শুরু করা হয়েছে।

5/5

প্রশান্ত কুমার জানিয়েছেন, ব্যাঙ্কের শাখাগুলির মাসিক ভাড়া কম করার চেষ্টা চলছে। অনেকক্ষেত্রে দুটি শাখা খুব কাছাকাছি রয়েছে। তাদের একটি বন্ধ করে দেওয়া হবে।