EXPLAINED | Yashasvi Jaiswal: শুধু নামেই নন, তিনি কাজেও যশস্বী, ভেঙে তছনছ রেকর্ডের পর রেকর্ড...
Yashasvi Jaiswal: পারথ টেস্টে শিরোনামে শুধুই যশস্বী জয়সওয়াল, একের পর এক রেকর্ড ভেঙে ফেললেন তিনি।
1/7
যশস্বী জয়সওয়াল
একসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য় ফুচকাও বিক্রি করেছেন তিনি। তবে এসব আজ অতীত। তিনি এখন ভারতীয় দলের স্টার ওপেনার। বলে দেওয়ার আর দরকার নেই যে, কথা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে । অভাবের অন্ধকার পেরিয়ে আজ বছর বাইশের মুম্বই নিবাসী কোটি কোটি টাকার মালিক। পারথের অপটাস স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে, যশস্বী ফের বুঝিয়ে দিলেন, যেমন তাঁর নাম, তেমনই কাজ। বাইশ গজে কলার উঁচু করে দেখিয়ে দিলেন আগামীর ক্রিকেটের শিরোনামে থাকবেন শুধু তিনিই।
2/7
যশস্বী জয়সওয়াল একাধিক রেকর্ড ভেঙে ফেললেন
জীবনে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে, যশস্বী ভেঙে তছনছ করে দিলেন একের পর এক রেকর্ড। প্রথম ইনিংসে ৮ বল খেলে কোনও রান না করেই ফিরতে হয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে তিনি অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিলেন যে, এবার ঝড় আসতে চলেছে। রবিবার পারথ টেস্টের তৃতীয় দিনে চলে আসে যশস্বীর সেঞ্চুরি। গতকাল ৯০ রানে তিনি অপরাজিত ছিলেন। ২৯৭ বলে ১৬১ রানের অসাধারণ ইনিংস খেললেন যশস্বী। ১৫টি চার ও ৩টি ছয় হাঁকিয়েছেন তরুণ ক্রিকেটার।
photos
TRENDING NOW
3/7
তৃতীয় ভারতীয় হিসেবে যশস্বীর অসাধারণ কীর্তি
অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট খেলতে এসে এর আগে মাত্র দু'জন ভারতীয় সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। তাঁরা-মোটগানহাল্লি জয়সিমহা ও সুনীল গাভাসকর। ১৯৬৮ সালে ব্রিসবেনে ১০১ রান করেছিলেন জয়সিমহা। এরপর কিংবদন্তি গাভাসকর ব্রিসবেনে ১১৩ রান করেছিলেন ১৯৭৭ বলে। ৪৭ বছর পর যশস্বী ফের এই কীর্তি করলেন। যদিও এই তিন ক্রিকেটারের ভিতর যশস্বী সবচেয়ে বেশি রান করেছেন।
4/7
২৩ বছর হওয়ার আগে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি
5/7
২৩ বছর হওয়ার আগে এক বছরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি
6/7
বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল
7/7
কেএল রাহুল- যশস্বী জয়সওয়াল
photos