YAAS updates : উত্তাল মাতলা, কংক্রীটের বাঁধ ভেঙে বানভাসি কুলতলি

May 26, 2021, 10:29 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই ওড়িশার ধামড়ায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। প্রভাব বাংলাতেও। হাই অ্যালার্ট দক্ষিণ ২৪ পরগণায়।

2/7

রীতিমতো উত্তাল হয়ে উঠেছে মাতলা নদী। কংক্রীটের বাঁধ ভেঙে ভেসে গেল কুলতলির বিস্তীর্ণ এলাকা।  

3/7

ভরা কোটাল, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও ঘূর্ণিঝড়ের জোড়াফলায় হু হু করে জল বাড়ছে সুন্দরবনের নদীগুলিতে।

4/7

জল ঢুকে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। আমপানের থেকেও ভয়াবহ আকার নিচ্ছে ইয়াস।

5/7

জল আটকাতে কংক্রীটের বাঁধ দেওয়া হয়েছিল কুলতলির উপকূলে। কিন্তু শেষরক্ষা হল না। জলের ধাক্কার তীব্রতা এতটাই যে কংক্রীটের বাঁধ ভেঙে বানভাসি কুলতলি।   

6/7

নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হল বিস্তীর্ণ চাষের জমি-ঘরবাড়ি।    

7/7

আমপানের ক্ষতই কাটিয়ে ওঠা যায়নি। সুন্দরবনের মানুষের কাছে ফের নেমে এল ঘোর অন্ধকার।