দু'বছর সাসপেন্ড, টোকিও অলিম্পিকে নেই বিশ্বের দ্রুততম কোলম্যান!

Oct 28, 2020, 18:05 PM IST
1/5

১০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ান কোলম্যান দু'বছরের জন্য সাসপেন্ড হয়ে গেলেন। নির্ধারিত সময় ডোপ টেস্টে হাজির না থাকার জন্যই এই শাস্তি বলে জানা গিয়েছে।  

2/5

আমেরিকার ২৪ বছরের এই স্পিন্টারের বিরুদ্ধে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং সংস্থা অভিযোগ এনেছিল যে গত বছরের ৯ ডিসেম্বর কোলম্যানের বাড়ির ঠিকানায় হাজির হয়েছিলেন সংস্থার কর্তারা। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও হাজির হননি কোলম্যান। এজন্য তাঁকে শো-কজ করা হয়েছিল।  

3/5

শো-কজের জবাবে কোলম্যান জানিয়েছিলেন, ক্রিসমাসের মার্কেটিং করতে সে সময় তিনি বাইরে ছিলেন। এমনকি সেই বিলও জমা দিয়েছিলেন কোলম্যান। কিন্তু তদন্তে দেখা গেছে, রাত ৮.২২ মিনিটে তিনি সুপারমার্কেটে ছিলেন। প্রথমে এক বছরের সাসপেনশন হয়েছিল। পরে যাবতীয় শুনানি শেষে মঙ্গলবার সেই মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের মে মাস পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

4/5

যার ফলে ২০২১ সালে পরের বছর টোকিও অলিম্পিকে নেই কোলম্যান।  

5/5

তবে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অফ আর্বিট্রেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন স্প্রিন্টার। এখন সেখানেই নির্ভর করছে কোলম্যানের ভবিষ্যৎ।