WhatsApp: একটা ছোট্ট ট্রিক, আর তাতেই বদলে যাবে হোয়াটসঅ্যাপ লোগোর রঙ!

জানুন কীভাবে?

Dec 27, 2021, 21:35 PM IST
1/6

অনলাইন মেসেজিং অ্য়াপ হোয়াটসঅ্যাপ

WhatsApp

নিজস্ব প্রতিবেদন: অনলাইন মেসেজিং অ্য়াপ বলতে হোয়াটসঅ্যাপের (WhatsApp) নামই সবার প্রথমে মনে পড়ে। বহু বছর ধরে যাঁরা হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করছেন, তাঁরা সবুজ রঙের লোগো দেখতেই অভ্যস্ত। 

2/6

মুহূর্তে বদলে যাবে হোয়াটসঅ্যাপের রঙ

Color changed of your whatsapp

কিন্তু এমন একটা পদ্ধতি রয়েছে যা ব্যবহার করলে মুহূর্তে বদলে যাবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) লোগোর রঙ।

3/6

আপনার হোয়াটসঅ্যাপকে দিন সোনালী ছোঁয়া

   Give WhatsApp a 'Golden' Touch

যদি আপনিও নিজের হোয়াটসঅ্যাপ লোগোর রঙ বদলাতে চান, তবে মেনে চলুন এই পদ্ধতিগুলো। 

4/6

পদ্ধতি-১

trick one

আপনার মোবাইলে ডাউনলোড করুন 'Nova Launcher' নামে একটি অ্যাপ। ডাউনলোড হয়ে গেলে এবার সেখানে গোল্ডেন হোয়াটসঅ্যাপ (WhatsApp) আইকন সিলেক্ট করুন।

5/6

পদ্ধতি-২

trick 2

গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকনটি ডাউনলোড করুন। এরপর হোমস্ক্রিনে গিয়ে হোয়াটসঅ্যাপটি অনেকক্ষণ প্রেস করে থাকুন বা চেপে ধরে থাকুন। 

6/6

মুহূর্তে বদলে যাবে হোয়াটসঅ্যাপ লোগোর রঙ

Color of your whatsapp changed

এরপর স্ক্রিনের উপর একটা 'এডিট পেনসিল' দেখতে পাবেন। ওটাতে ক্লিক করে ফোন গ্যালারিতে গিয়ে গোল্ডেন হোয়াটসঅ্যাপ লোগোটি সিলেক্ট করুন। দেখবেন মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপ লোগো সবুজ থেকে সোনালী হয়ে যাবে।