Facebook: আর ফ্রি নয় ফেসবুক? এবার থেকে লগ ইন করলেই লাগবে টাকা?

Facebook: বদলে যাচ্ছে নিয়ম? আর 'ফ্রি' নয় ফেসবুক? এবার থেকে 'লগ ইন' করলেই লাগবে টাকা? জেনে নিন বিষয়টা কী?

Oct 05, 2023, 16:29 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর 'ফ্রি' নয় ফেসবুক? এবার থেকে 'লগ ইন' করলেই লাগবে টাকা? এরকম একটা কথা ঘোরাফেরা করছে বেশ কিছু দিন ধরেই। শোনা যাচ্ছে, ফেসবুকের নিয়ম নাকি বদলে যাচ্ছে!

1/7

বদলাচ্ছে নিয়ম?

ফেসবুকের নিয়ম নাকি বদলে যাচ্ছে? এর ফলে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে।

2/7

সাধারণ মানুষের মধ্যে সাড়া

কেননা, এখন তো সমাজের প্রায় প্রতিটি স্তরের প্রতিটি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফলে, এমন একটা খবরে সাধারণ মানুষের মধ্যে বিপুল সাড়া পড়ে গিয়েছে।  

3/7

খসবে টাকা?

সকলেই চিন্তা করছেন, ফেসবুক করতে গিয়েও যদি পকেট থেকে টাকা খসে তাহলে তো এবার ফেসবুক করা নিয়েও চিন্তা করতে হবে! 

4/7

নষ্টের গোড়া বিজ্ঞাপন

 কেন এরকম খবর রটল? জানা যাচ্ছে, আসলে যত নষ্টের গোড়া ফেসবুকের বিজ্ঞাপন।   

5/7

বিজ্ঞাপন দেখতে না চাইলে

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'টিকটক' একটি সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করেছে, তাতে বলা হয়েছিল, বিজ্ঞাপন দেখতে না চাইলে ৫ ডলার দিয়ে সেই প্ল্যান নিতে হবে। 

6/7

মিডিয়া জায়ান্ট মেটা

পাশাপাশি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটাও এরকম একটা ভাবনাচিন্তা করছে। 

7/7

১৪ ডলার করে?

জানা গিয়েছে, মেটা তার ইউরোপীয় ব্যবহারকারীদের বিজ্ঞাপন-মুক্ত ইনস্টাগ্রাম এবং ফেসবুক উপহার দেওয়ার মানসে একটি পরিকল্পনা করেছে। এর জন্য গ্রাহকদের থেকে প্রতি মাসে প্রায় ১৪ ডলার চার্জ নেওয়া শুরু করতে পারে তারা!