Jean-Luc Godard: যে ছ'টি ছবির জন্য মানুষ চিরকাল গোদারকে মনে রাখবে...
তিনি মূর্তিমান আইকনোক্ল্যাস্ট। ঐতিহ্যের মোড় ফিরিয়ে দেন শক্ত হাতে। তৈরি করেন নতুন পথ। তাই বোধ হয় ফরাসি নুভেল ভাগের সঙ্গে খুব সাবলীল ভাবেই অন্বিত হয়ে গিয়েছিল তাঁর নাম, তাঁর মুখ। ১৩ সেপ্টেম্বর প্রয়াত হলেন নবতরঙ্গের অন্যতম মুখ অনন্য় চিত্রপরিচালক জাঁ লুক গোদার। ফরাসি ছবির নবজন্মদাতাদের একজন তিনি। ১৯৫০ সালে মূলত ফ্রান্সে এবং পরবর্তী কালে গোটা ফিল্মি-বিশ্বে নবতরঙ্গের ধারার যে-ছবি বিশেষ সাড়া ফেলেছিল তার প্রাণপুরুষদের অন্যতম গোদার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি মূর্তিমান আইকনোক্ল্যাস্ট। ঐতিহ্যের মোড় ফিরিয়ে দেন শক্ত হাতে। তৈরি করেন নতুন পথ। তাই বোধ হয় ফরাসি নুভেল ভাগের সঙ্গে খুব সাবলীল ভাবেই অন্বিত হয়ে গিয়েছিল তাঁর নাম, তাঁর মুখ। ১৩ সেপ্টেম্বর প্রয়াত হলেন নবতরঙ্গের অন্যতম মুখ অনন্য় চিত্রপরিচালক জাঁ লুক গোদার। ফরাসি ছবির নবজন্মদাতাদের একজন তিনি। ১৯৫০ সালে মূলত ফ্রান্সে এবং পরবর্তী কালে গোটা ফিল্মি-বিশ্বে নবতরঙ্গের ধারার যে-ছবি বিশেষ সাড়া ফেলেছিল তার প্রাণপুরুষদের অন্যতম গোদার।
ক্যামেরার পিছনে দাঁড়িয়ে তিনি ছবিনির্মাণের সংজ্ঞাই বদলে দিলেন। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে বদলে দিলেন ক্যামেরার সামনের দৃশ্য। তাঁর ছবি তাই চিরকাল একটা দেওয়াল হয়ে রয়ে যাবে-- যে দেওয়ালের দুদিকের দু ধরনের ছবি। তিনি যেন সেই বিলীয়মান এবং আসন্ন ছবির মাঝখানে অপূর্ব একা! ১৯৬০-এর দশক জুড়ে গোদারের সোনার সময়। একের পর এক ব্যতিক্রমী ছবি উপহার দিয়েছেন। গোদার সব চেয়ে বেশি বিখ্যাত 'ব্রেথলেস' এবং 'আলফাভিলে' ছবির জন্য। বিশ্বচলচ্চিত্রের ক্লাসিকের মধ্যে পড়ে তাঁর সৃজন। 'ব্রেথলেস' ছবির নির্মাণকৌশল মুগ্ধ করেছিল বিশ্বচলচ্চিত্ররসিকদের। এ ছবির ব্যতিক্রমী ভিজুয়্যাল স্টাইল এক অন্যরকম নির্মাণ-ঐতিহ্য তৈরি করে দিয়েছিল।
(জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো এখানে ছবি বাছাই করে দিচ্ছে না; জাঁ-লুক গোদারের যে-সব সিনেমা চিরকাল শিল্পরসিকের প্রশংসা পেয়ে এসেছে, সেটাই শুধু পাঠকদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।)