1/10
Photo_1
গাভাস্কর-গাঙ্গুলি-ধোনি, ভারতের এই তিন কিংবদন্তির জন্মই জুলাই মাসে। যাদের ক্রিকেট এবং কৃতিত্ব নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। এই তিন কিংবদন্তিই কখনও না কখনও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে ক্রিকেটে দেশকে গর্বিত করেছেন। আবার এই তিনের মধ্যে ২ জন বিশ্বকাপ জিতেছেন। আর একজনের নেতৃত্বে দল রানার্স হয়েছে।
2/10
Photo_2
photos
TRENDING NOW
3/10
Photo_3
4/10
Photo_4
উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে তাঁর ধারের কাছে নেই আর কোনও ভারতীয় ক্রিকেটার। একদিনের আন্তর্জাতিকে ভারতের একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান ধোনি। ওয়ানডে-তে রান ১০ হাজার ৪৬। টেস্টে ধোনি ৯০ ম্যাচ খেলেই অবসর নিয়েছেন। সংগ্রহে রান ৪ হাজার ৮৭৬। আর টি-টোয়েন্টি-তে এখনও ৯৩টি ম্যাচে ৮০ ইনিংসে মাহির করেছেন ১৪৮৭ রান।
6/10
Photo_5
7/10
Photo_6
9/10
Photo_8
10/10
Photo_9
photos