Google সার্চে রশিদ খানের স্ত্রী নাকি অনুষ্কা শর্মা! শোরগোল সোশ্যাল মিডিয়ায়

Oct 12, 2020, 13:15 PM IST
1/5

আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের স্ত্রী নাকি অনুষ্কা শর্মা! গুগল-সার্চে এমন অবাক করা তথ্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।  

2/5

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির বিয়ে হয়েছে তিন বছর হতে চলল। তারপরেও স্বয়ং গুগল কিনা এমন উত্তর দেওয়ায় সবাই অবাক!

3/5

Google সার্চে  'রশিদ খান ওয়াইফ' লিখে সার্চ করলেই প্রথম রেজাল্ট দেখানো হচ্ছে অনুষ্কা শর্মার নাম। এরপর সেখানে প্রথমে রশিদ খান সম্পর্কে একটু লেখা। তবে ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া রয়েছে ম্যারেড। আর বিয়ের দিনক্ষণ বিরাট কোহলি-অনুষ্কা শর্মার বিয়ের তারিখ অর্থাত্, ২০১৭ সালের ১১ ডিসেম্বর লেখা রয়েছে।  

4/5

কিন্তু কেন এই বিভ্রাট? ২০১৮ সালে ইনস্টাগ্রাম চ্যাটে রশিদকে তাঁর ভক্তরা জিজ্ঞেস করেছিলেন তাঁর পছন্দের অভিনেত্রীর নাম? তখন রশিদ জানিয়েছিলেন বিরাট পত্নী অনুষ্কার না। এছাড়াও প্রীতি জিন্টার নাম বলেছিলেন রশিদ খান। তবে প্রথম পছন্দ হিসেবে অনুষ্কার নাম বলায়  গুগল-এ রশিদ খানের স্ত্রীর নাম সার্চ করলে প্রথমে অনুষ্কার নাম উঠে আসছে বলে মনে করা হচ্ছে।  

5/5

যদিও এই বিষয়টি নিয়ে রশিদ খান কিংবা অনুষ্কা শর্মা কেউই কোনও মন্তব্য করেননি। কিছু বলেননি বিরাট কোহলিও।