বিশ্বকাপ শুরু ৩০ মে, ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, কেন এত দেরি? জানেন?

Jun 04, 2019, 15:03 PM IST
1/5

ভারতের ম্যাচ দেরিতে কেন!

ভারতের ম্যাচ দেরিতে কেন!

বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে ৩০ মে। কিন্তু ভারতীয় দল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ৫ জুন। এতটা দেরি করে কেন ভারতের প্রথম ম্যাচ ফেলা হল? ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা কিন্তু কাল নামবে তৃতীয় ম্যাচে। 

2/5

ভারতের ম্যাচ দেরিতে কেন!

ভারতের ম্যাচ দেরিতে কেন!

আসলে আইপিএল-এর জন্যই এতটা দেরিতে ফেলা হয়েছে ভারতের ম্যাচ। আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম পান সে জন্যই এমন সিদ্ধান্ত আইসিসির। 

3/5

ভারতের ম্যাচ দেরিতে কেন!

ভারতের ম্যাচ দেরিতে কেন!

লোধা কমিটির সুপারিশে আইসিসি ভারতীয় দলকে বিশ্বকাপ শুরু হওয়ার বেশ কিছুদিন পর ম্যাচ দিয়েছে। 

4/5

ভারতের ম্যাচ দেরিতে কেন!

ভারতের ম্যাচ দেরিতে কেন!

বেশ কিছু বিজ্ঞাপনী চুক্তির শুটিং রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। আইপিএল শেষ ও বিশ্বকাপ শুরুর মাঝে সেসব অ্যাসাইনমেন্ট শেষ করার ব্যাপারও ছিল।

5/5

ভারতের ম্যাচ দেরিতে কেন!

ভারতের ম্যাচ দেরিতে কেন!

আইপিএল ফাইনাল ছিল ১২ মে। কিন্তু শুরুতে আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল ১৯ মে। পরে যখন আইপিএলের ফাইনাল ম্যাচে তারিখ বদলে ১২ মে হয় ততদিনে আইসিসির বিশ্বকাপ সূচি তৈরি হয়ে গিয়েছে। তাই শেষমেশ ৫ মে ভারতকে প্রথম ম্যাচ দেওয়া হয়।