1/7
বাণিজ্যিক মহলে শোকের ছায়া
2/7
ঝুনঝুনওয়ালার মোট সম্পত্তি কত?
photos
TRENDING NOW
3/7
ফোর্বসের তালিকায় ঝুনঝুনওয়ালা
4/7
ঝুনঝুনওয়ালার মালিকানাধীন আকাশা এয়ার
5/7
৪৭টি কোম্পানিতে ঝুনঝুনওয়ালার স্টেক ছিল
৪৭টি কোম্পানিতে রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) স্টেক ছিল। ১৯টি কোম্পানিতে তাঁর আধিপত্য ছিল। যাদের মধ্যে তালিকায় রয়েছে টাটা কমিউনিকেশন, টাইটন, ফেডারেল ব্যাঙ্ক, অ্য়াপটেক। হাঙ্গামা মিডিয়া এবং অ্য়াপটেক কোম্পানির চেয়ারম্যান ছিলেন তিনি। ভাইসরয় হোটেলস, কনকার্ড বায়োটেক, প্রভগ ইন্ডিয়ার মতো সংস্থার বোর্ড অফ ডিরেক্টরের সদস্যও ছিলেন তিনি।
6/7
পাঁচ হাজার টাকা হাতে নিয়ে শুরু...
১৯৬০ সালে একটি রাজস্থানে রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) জন্ম। ১৯৫০ সালে পাঁচ হাজার টাকা হাতে নিয়ে তিনি শেয়ার বাজারে প্রবেশ করেন। তখন সেনসেক্স ছিল ১৫০ পয়েন্ট। মাত্র এক বছরের মধ্য়ে মাত্র ৪৩ টাকায় 'টাটা টি'-র পাঁচ হাজার শেয়ার তিনি কিনে নেন। তিন মাসে স্টকের দাম ১৪৩ টাকায় পৌঁছে যায়। তিন বছরের মধ্যে ২০ থেকে ২৫ লক্ষ টাকা আয় করেন তিনি।
7/7
"আমি ক্ষতির মুখোমুখি হতে প্রস্তুত"
photos