Meet Saurabh Netravalkar: আমেরিকার নায়ক সৌরভ, মুম্বইয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাক বধে চর্চায় 'ভারতীয়'!
Meet Saurabh Netravalkar: কে এই সৌরভ নেত্রভালকর? চর্চায় পাকিস্তানকে হারানো 'ভারতীয়' ক্রিকেটার। বায়োডেটা জানলে চমকে যাবেন।
1/7
আমেরিকা বনাম পাকিস্তান
2/7
আমেরিকা বনাম পাকিস্তান
photos
TRENDING NOW
3/7
আমেরিকা বনাম পাকিস্তান
টস হেরে প্রথমে ব্য়াট করে পাকিস্তান তুলেছিল ৭ উইকেটে ১৫৯ রান। জবাবে আমেরিকা তিন উইকেটে তুলে দেয় এই রান। ম্য়াচ টাই হয়ে যাওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে অ্যারন জোন্স ও হরমিত সিংয়ের সামনে হতশ্রী বোলিং করে ১৮ রান দেন মহম্মদ আমির। আমেরিকার বাঁহাতি পেসার সৌরভ বাকিটা বুঝে নেন। ১৯ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান ১ উইকেট তুলতে পেরেছিল ১৩ রান। সুপার ওভারে ব্যাট করেছিলেন ইফতেখার আহমেদ, ফখর জামান ও শাহদাব খানরা। এই পারফরম্য়ান্সের পরেই আলোচনায় সৌরভ।
4/7
কে এই সৌরভ নেত্রভালকর?
5/7
সৌরভ খেলেছেন রঞ্জিও
6/7
সৌরভ পড়াশোনাতেও দুরন্ত
একটা সময়ের পর ভারতীয় ক্রিকেটে নিজের ভবিষ্য়ৎ দেখতে না পেয়ে সৌরভ চলে যান আমেরিকায়। বেছে নেন পড়াশোনা। কর্নেল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন। এমএ ডিগ্রি হাতে নিয়েই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দুরন্ত চাকরি বাগিয়ে নেন 'ওরাকল'-এ! বিশ্বের প্রথম সারির টেক ফার্মের মধ্য়েই পড়ে ওরাকল। একডাকেই চেনেন সকলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পাশাপাশি ক্রিকেটার হিসেবেও পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন সৌরভ।
7/7
সূর্যকুমার যাদবও খুশি সৌরভের জন্য়
photos