Cricket World Cup 2023: চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন যাঁরা...

Oct 17, 2023, 15:12 PM IST
1/6

কুশল মেন্ডিস

সদ্য নিযুক্ত শ্রীলঙ্কার অধিনায়ক এবং উইকেট কিপার কুশল।  চলতি বিশ্বকাপে তিনি ১৪টি ছয় মেরেছেন। এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ রান ১৯৮। এছাড়াও এবছরের এখনও কুশলই সবচেয়ে বেশি ছয় মেরেছেন।

2/6

রোহিত শর্মা

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত এবছরের বিশ্বকাপে ৩টি ম্যাচে ১১টি ছক্কা মেরেছেন এবং ২১৭ রান করেছেন।  

3/6

কুইন্টন ডি কক

সাউথ আফ্রিকার উইকেট কিপার-ওপেনার কুইন্টন ৮টি ছয় মেরেছেন ৩টি ম্যাচে। করেছেন ২০৯ রান।  

4/6

ডেরিয়েল মিচেল

নিউজিল্যান্ডের অল-রাউন্ডার মিচেল ৩টি ম্যাচে ৬টি ছয় মেরেছেন। মিচেল এখনও পর্যন্ত ১৩৭ রান করেছেন।

5/6

রহমানুল্লাহ গুরবাজ

আফগানিস্তানের ওপেনার ৩টি ম্যাচে ৬টি ছক্কা মেরেছেন। এখনও অবধি তিনি ১৪৮ রান করেছেন।

6/6

রাচিন রবীন্দ্র

নিউজিল্যান্ডের অল-রাউন্ডার ৩টি ম্যাচে ৬টি ছয় মেরেছেন। এখনও পর্যন্ত ১২৩ রান করেছেন।