মারাত্মক খবর! করোনার সংক্রমণ এবার ছড়াতে পারে বাতাসের মাধ্যমেও, সতর্ক করল WHO
Jul 08, 2020, 13:11 PM IST
1/6
বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। এই সম্ভাবনা খতিয়ে দেখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
2/6
বায়ু বাহিত হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সতর্ক করেছে 'হু'।
photos
TRENDING NOW
3/6
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে খোলা চিঠি দিয়েছিলেন ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী। তাঁরা দাবি করেছিলেন, বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। ভাইরাস গাইডলাইন বদলের প্রস্তাবও দিয়েছিলেন তাঁরা। এরপরই বিভিন্ন তথ্য খতিয়ে দেখে এই ধারণাকে স্বীকৃতি দেয় হু।
4/6
হু-র টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ বলেন, " বাতাসের মাধ্যমে ও ভাসমান ড্রপলেটের মাধ্যমে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। বাতাসের মাধ্যমেও যে সংক্রমণ ছড়াতে পারে, সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।"
5/6
হু প্রথমে জানিয়েছিল যে, আক্রান্ত ব্যক্তির নাক ও মুখ থেকে বেরোনো ড্রপলেটের মাধ্যমে মূলত সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু এই নতুন তথ্য উঠে আসার পর স্বাভাবিকভাবেই আশঙ্কা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।
6/6
ভাইরাস কীভাবে ছড়াতে পারে, তা নিয়ে আগামী দিনে একটি বৈজ্ঞানিক নথি প্রকাশ করা হবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে।