মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে এখন হোয়াটসঅ্যাপ (WhatsApp)। টেক্সট মেসেজ, ছবি, ভিডিও— প্রায় সব কিছুই পাঠানো যায় মাত্র একটি ক্লিকেই! হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নিত্যনতুন বিভিন্ন ফিচার্স আর আপডেট নিয়ে হাজির হয় সংস্থা।
2/6
2
এ বার ‘ছবির মধ্যে ছবি’ ভিডিও ফিচার (picture-in-picture video feature) যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ-এ।
photos
TRENDING NOW
3/6
3
এই ফিচার যুক্ত হলে হোয়াটসঅ্যাপেই দেখা যাবে ইনস্টাগ্রাম বা ইউটিউব ভিডিও।
4/6
4
২০১৮-র শুরুতে এই ফিচার iOS-এর জন্য লঞ্চ করেছিল হোয়াটসঅ্যাপ। Android-এ এই ফিচার পেতে জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
5/6
5
একমাত্র আইফোন ব্যবহারকারীরা যে PiP (picture-in-picture) ফিচারের সুবিধা এতদিন উপভোগ করতেন তা এখন পেতে চলেছেন অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীরাও।
6/6
6
যতদূর শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp Android version 2.18.234) ২.১৮.২৩৪ ভার্সান-এর পরবর্তী আপডেটেই মিলতে পারে এই ফিচারের সুবিধা।