ফের নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে

Dec 18, 2018, 07:28 AM IST
1/6

1

ফের নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে

# অ্যান্ড্রয়েডে নতুন ফিচার যোগ করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপ।

2/6

2

ফের নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে

# অ্যান্ড্রয়েডে পিকচার-ইন-পিকচার (PiP) ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ।

3/6

3

ফের নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে

# আর চ্যাট বন্ধ করে লিঙ্ক থেকে ভিডিও দেখতে হবে না অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।

4/6

4

ফের নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে

# নতুন এই ফিচারের মাধ্যেমে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় একটি ছোট উইন্ডোতে চ্যাট বক্সে আসা লিঙ্কের ভিডিও আপনি দেখতে পাবেন। ফলে আর চ্যাট বন্ধ করার দরকার নেই। এবার থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ যে কোনও লিঙ্কের ভিডিও সরাসরি দেখা যাবে।

5/6

5

ফের নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে

# আইফোন ব্যবহারকারীরা পিকচার-ইন-পিকচার এর সুবিধে পাচ্ছিলেন চলতি বছরের জানুয়ারি থেকেই। অক্টোবরেই পরীক্ষামূলক ভাবে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে যোগ হয় এই নতুন ফিচার। এবার অ্যান্ড্রয়েডেও যুক্ত হল পিকচার-ইন-পিকচার।

6/6

6

ফের নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে

# আপনার অ্যানড্রয়েড ফোনে এই PiP এর সুবিধে পেতে গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ (2.18.380 ভার্সন) আপডেট করতে হবে।