1/5
নিজস্ব প্রতিবেদন: উঠল বাই তো কটক যাই, তৈরি হয়ে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ। হাজার লোকের হাজার মন্তব্যে ফোনের নোটিফিকেশনের ভিড় বাড়তে থাকে। অন্যদিকে আবার রয়েছে অফিস বা স্কুল কলেজের অনলাইন পড়াশোনার গ্রুপ। সব মিলিয়ে একেবারে জগা খিচুড়ি হয়ে যায়। একাধিক নোটিফিকেশনের জ্বালায় মাঝের মধ্যে প্রয়োজনীয় মেসেজটাই অজান্তে চোখের আড়াল হয়ে যায়। কিন্তু এবার সেই জ্বালা থেকে মুক্তি দিল হোয়াটসঅ্যাপ। গ্রুপের প্রয়োজনীয়তা অনুসারে নোটিফিকেশন অন রাখতে পারবেন। অপ্রয়োজনীয় গ্রুপ হলে সারা জীবনের জন্য মিউট করেও রাখতে পারবেন নতুন ফিচারে।
photos
TRENDING NOW
4/5
5/5
photos