বন্ধুর Whatsapp চ্যাটেই আসছে OTP! বিশ্বাস করলেই পথে বসতে হবে

Nov 26, 2020, 17:02 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: ভারতের কয়েক কোটি গ্রাহক নিয়মিত হোয়াটস্অ্যাপ ব্যবহার করেন। আর এই বিপুল পরিমাণ গ্রাহকদের একাংশ প্রতারণার শিকার হয়ে থাকেন। তখন সব দোষ হয়ে যায় হোয়াটসঅ্যাপের। তাই, আপনি যাতে সেই প্রতারণার শিকার না হন সেজন্য আগাম সতর্ক করল ফেসবুক। 

2/7

সম্প্রতি ওপিটির মাধ্যমে হোয়াটসঅ্যাপের নতুন প্রতারণার খবর সামনে এসেছে।  প্রতারকদের হাত থেকে সুরক্ষিত রাখতে এই নতুন ফাঁদ সম্পর্কে অবগত হন।  

3/7

 আপনার পরিচিত কোন বন্ধুর নাম করে আপনাকে মেসেজ করবে প্রতারকরা। অনেক সময় সেই বন্ধুর নম্বর ব্যবহার করেও মেসেজ করতে পারে আপনাকে। মেসেজে জানান হচ্ছে আপনার বন্ধু বিপদে পরেছে। 

4/7

এর পরেই সাহায্যে করার অনুরোধ করা হবে। মেসেজেই আসবে সেই আবেদন। মেসেজে থাকবে ওটিপিও। 

5/7

এর পরে মেসেজ করে প্রতারকরা ওই ওটিপি জানতে চাইবে। আর আপনি যদি প্রিয় বন্ধুকে ( প্রিয় বন্ধুর নাম করে প্রতারক ) বিশ্বাস করে ওটিপি দিয়ে ফেলেন, তাহলেই বিপদ সামনে।  আবার অনেক সময় বলা হচ্ছে, ভুল করে আপনার কাছে ওই ওটিপি চলে গিয়েছে।ওটিপি তাঁকে জানিয়ে আপনি যেন ডিলিট করে দেন সেই ওটিপি।  

6/7

সেই ওটিপি দিলেই, আপনার ফোন হ্যান্ডেল করবে প্রতারক। 

7/7

মনে রাখবেন, আপনার বিশ্বাসযোগ্য বন্ধুর নাম করে ও তাঁর ফোন নম্বর ব্যবহার করেই মেসেজ আসছে। এমনটা হলে তাঁকে ফোন করে যাচাই করে নেবেন।