1/5
2/5
photos
TRENDING NOW
3/5
প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই ৩৫ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশে ৬ রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছে সংক্রমণ। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ১৭, রাজস্থানে ৯, গুজরাটে ৩, কর্ণাটকে ২ এবং দিল্লিতে ২ জনের শরীরে মিলেছে ওমিক্রন। পাশাপাশি ১ জন করে নতুন আক্রান্তের খোঁজ মিলেছে অন্ধ্রপ্রদেশ ও চণ্ডীগড়ে। সংক্রমণ যাতে কোনওভাবেই ছড়াতে না পারে, কেন্দ্র তাই সবরকম শিথিলতার বিরুদ্ধে সতর্ক করেছে। মাস্ক না পরা, স্যানিটাইজ না করা, টিকা নিতে দেরি করা প্রভৃতি ঢিলেমির কোনও জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র।
4/5
5/5
এরপরই জানুয়ারিতে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা উসকে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, "ওমিক্রনের কিছু কিছু বৈশিষ্ট্য, যেমন যে হারে এটা বিশ্বে ছড়াচ্ছে ও অত্যধিক মাত্রায় এর মিউটেশন হচ্ছে, তা অতিমারীতে বড় ভূমিকা নিতে পারে। ঠিক কী হতে চলেছে, তা এখনই বোঝা শক্ত। ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা, ভয়ঙ্করতা, প্রাণহানির ঝুঁকি, একবার কোভিড আক্রান্তদের আবার ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রভৃতি সবকিছু নিয়েই গবেষণা চলছে। WHO-এর তরফে সব দেশকে আরও তথ্য জমা দিতে বলা হয়েছে। যাতে ছবিটা আরও পরিষ্কার হয়।"
photos