সাত হাজার বেসিক কি ১৭০০০ টাকায় পৌঁছল? হিসেবনিকেশের পর কত দাঁড়াচ্ছে বেতন?

Sep 14, 2019, 17:10 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: পুজোর মুখে দরাজহস্ত মুখ্যমন্ত্রী। ষষ্ঠ বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে সায়। সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেড়ে হল সতেরো হাজার টাকা। পয়লা জানুয়ারি থেকে নতুন হার কার্যকর হবে। নেতাজি ইন্ডোরে সরকারি কর্মীদের সভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

2/7

২৩ তারিখ মন্ত্রিসভায় পেশ করা হবে পে কমিশনের রিপোর্ট। পে কমিশনের রিপোর্ট কার্যকরী হলে সরকারী কর্মীদের আনুমানিক ২.৫৭ শতাঁশ হারে বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ৭ হাজার টাকা থেকে বেড়ে ন্যূনতম বেসিক পে হতে চলেছে ১৭০০০ টাকা। এর পাশাপাশি বাড়ছে গ্র্যাচুইটি। ৬ লাখ টাকা থেকে গ্র্যাচুইটি বেড়ে হচ্ছে ১০ লাখ । এর জন্য সরকারের খরচ বাড়ছে ১০ হাজার কোটি টাকা।

3/7

ন্যূনতম বেসিক ৬৬০০ + মহার্ঘ ১২৫%+ এইচ আর এ ১৫% মোট ১৫৮৪০ টাকা।   

4/7

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ চালুর পর বেড়ে হবে- ন্যূনতম বেসিক ১৭০০০ + মহার্ঘ ০ + এইচ আরএ ১৫% মোট ১৯৫৫০ টাকা। অর্থাত্‍ বাড়ছে ৩৭১০ টাকা।

5/7

যাদের ন্যূনতম বেসিক ৭০০০ টাকা, তাদের ক্ষেত্রে ন্যূনতম বেসিক ৭০০০+মহার্ঘ ১২৫ %+ এইচআরএ ১৫ % -মোট ১৬৮০০ টাকা।

6/7

তা বেড়ে হবে- ন্যূনতম বেসিক ১৭৯৯0 + মহার্ঘ 0% + এইচআরএ ১৫% - মোট ২০৬৮৯ টাকা। অর্থাত্‍ বাড়ছে ৩ হাজার ৮৮৯টাকা।

7/7

২০১৫ সালের ২৭ নভেম্বর ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। অভিরূপ সরকার কমিশনের চেয়ারম্যান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী জানান প্রথম পর্যায়ের রিপোর্ট জমা দিয়েছে কমিশন। পে কমিশনের সুপারিশ মেনে নিলে  পরিবর্তিত বেতন মুখে হাসি ফোটাচ্ছে সরকারি কর্মীদের।