বীর সন্তান লাভের জন্য বীরাষ্টমী ব্রত পালন করেন মহিলারা!

Oct 17, 2018, 10:23 AM IST
1/6

দুর্গাপুজোকে আন্দোলনের হাতিয়ার করে তুলেছিলেন স্বাধানতী সংগ্রামীরা। সেইসময়ই বিভিন্ন কুস্তির ঠেকে দেবী আরাধনা শুরু হয়। 

2/6

অষ্টমী তিথিতে কুস্তি প্রদর্শন হত, একইসঙ্গে বীরদের সম্মান জানানোরও রেওয়াজ ছিল।

3/6

 স্বাধীনোত্তর সময়ও এই রীতি চলে আসছে উত্তর কলকাতার একাধিক পুজোয়। তার মধ্যে বাগবাজার সার্বজনীন অন্যতম। কিন্তু এর একটি পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে। 

4/6

 বলা হয় অষ্টমী তিথি অসুরবিনাশী শুদ্ধসত্তার আবির্ভাব তিথি। এদিন দেবী মহালক্ষ্মীরূপা বৈষ্ণবী শক্তি। 

5/6

দেবীর সেদিন রাজরাজেশ্বরী মূর্তি। দু’হাতে বর দেন ভক্তদের। তাই এদিনই বীর সন্তান লাভের জন্য বীরাষ্টমী ব্রত পালন করেন মহিলারা।

6/6

  আশ্বিনমাসের শুক্লা অষ্টমীতে এই ব্রত রাখা হয়। আট বছর এই ব্রত করতে হয়।