Loksabha Election 2024: ভোটকর্মীদের 'অস্ত্র'! কমিশনের দেওয়া কিটে কী কী থাকছে?

West Bengal Loksabha Election 2024: সাত দফায় ভোট বাংলায়। শুরু ১৯ এপ্রিল থেকে। শেষ ৪ জুন। বৈশাখ-জ্যৈষ্ঠের ভরা গরমে ভোট। এদিকে মার্চের শেষেই রাজ্যের কোথাও কোথাও ৪০ ছুঁই ছুঁই পারদ।

Mar 29, 2024, 17:39 PM IST
1/7

ভোটকর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিট

special medical kit for Polling Officers

সুতপা সেন:  ভরা গরমে লোকসভা নির্বাচন। তাই ভোটকর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ ব্যাবস্থা করছে কমিশন।  

2/7

ভোটকর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিট

special medical kit for Polling Officers

লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার ভোটকর্মীদের জন্য তাই বিশেষ মেডিক্যাল কিট কমিশনের।   

3/7

ভোটকর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিট

special medical kit for Polling Officers

কমিশনের তরফে সেই মেডিক্যাল কিটের একটি প্যাকেট দেওয়া হবে ভোটকর্মীদের।   

4/7

ভোটকর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিট

special medical kit for Polling Officers

কী থাকছে সেই কিট-প্যাকেটে? প্যাকেটে থাকছে জ্বর, সর্দি-কাশি, পেটের অসুখের ওষুধ। থাকছে মশার ধূপ ও  হ্যান্ড স্যানিটাইজারও।  

5/7

ভোটকর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিট

special medical kit for Polling Officers

কিটে থাকছে ১০ ট্যাবলেটের ১ পাতা প্যারাসিটামল ৫০০, ১০ ট্যাবলেটের ১ পাতা মেট্রানিড্যাজোল ৪০০, ১০ ট্যাবলেটের ১ পাতা অ্যান্টাসিড, ২০.৫ গ্রামের ৬ পাতা ওআরএস।  

6/7

ভোটকর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিট

special medical kit for Polling Officers

থাকছে ৪টে ব্যান্ড-এইড, ২৫ মিলিগ্রামের ১ প্যাকেট তুলো, ৪ সেন্টিমিটার X ৪ মিটারের ১টি ব্যান্ডেজ, ১৫ মিলিলিটারের ১ ফায়াল মারকিউরোক্রোম সলিউশন (লাল ওষুধ)।  

7/7

ভোটকর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিট

special medical kit for Polling Officers

সেইসঙ্গে ২ জোড়া মশার ধূপ ও ১ বোতল হ্যান্ড স্যানিটাইজারও থাকছে ওই কিটে।