উৎসবের পর আক্রান্ত বৃদ্ধির শঙ্কা, সরকারি হাসপাতালে বেড বাড়ল ২ হাজারের বেশি

Oct 20, 2020, 20:50 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কেরলের ওনামের পর বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।  দুর্গাপুজোর পর বাংলাতেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখনই দৈনিক করোনা আক্রান্ত ৪ হাজার পার করেছে। সে কারণে আগেভাগে বন্দোবস্ত করে রাখতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ল রাজ্যে করোনা চিকিৎসায় শয্যার সংখ্যা।   

2/5

রাজ্যজুড়ে কোভিড শয্যা বাড়ানো হল ১৬৩৯টি। সবকটিই বেড়েছে সরকারি হাসপাতালে। 

3/5

এর পাশাপাশি রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে অতিরিক্ত ৫৩৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। নিরখরচায় চিকিৎসা পাবেন রোগীরা।  

4/5

সবমিলিয়ে কোভিড রোগীদের জন্য রাজ্যের সরকারি হাসপাতালে থাকছে ২১৭৪টি শয্যা। 

5/5

বেসরকারি হাসপাতালগুলিতেও বৃদ্ধি পাচ্ছে শয্য়া। পুজোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।