দেশের সংখ্যালঘুদের বিশ্বাস অর্জন করতে হবে, বিজয়ী এনডিএ প্রার্থীদের আহ্বান মোদীর

May 26, 2019, 06:54 AM IST
1/6

s 6

s 6

লোকসভা নির্বাচনে বিজয়ী এনডিএ সাংসদদের বৈঠকে নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদী। সব কা সাথ, সব কা বিকাশের পর এবার এনডিএ স্লোগানে যোগ হবে আরও একটি শব্দ-সব কা বিশ্বাস।

2/6

S 5

S 5

শনিবার এনডিএ সাংসদদের বৈঠকে মোদী বলেন, দেশের গরিব মানুষদের যেভাবে ঠকানো হয়েছে, সেভাবেই দেশের সংখ্যালঘুদেরও ধোঁকা দেওয়া হয়েছে।

3/6

S 4

S 4

মোদী বলেন, সংখ্যালঘুদের শিক্ষা ও স্বাস্থ্যর ওপরে জোর দিলে ভালো হতো। আমি চাই ঠকানোর রাজনীতি এবার বন্ধ হোক। সংখ্যালঘুদের বিশ্বাস আমাদের অর্জন করতে হবে।

4/6

S 3

S 3

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি একাই দখল করেছে ৩০৩ আসন। এনডিএ ৩৫৩ আসন। এককথায় বিরোধীদের ধসিয়ে দিয়েছে মোদীর নেতৃত্বে এনডিএ।

5/6

S 2

S 2

জোটের জয় প্রসঙ্গে এদিন মোদী বলেন, এই নির্বাচনে কাজ করেছে সরকার পক্ষের হাওয়া। একে কাজে লাগাতে হবে।

6/6

s 1

s 1

দলের ইমেজ টিকিয়ে রাখা প্রসঙ্গে মোদী বলেন, ভোট কে দিয়েছে সেটা বড় কথা নয়। যিনি জন প্রতিনিধি হয়েছেন, তাঁর কাছে সবাই সমান। কোনও ভেদাভেদ করা যাবে না। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁরাও দেশবাসী। যাঁরা আমাদের ভোট দেননি, তাঁরাও দেশবাসী।