WB assembly election 2021 : দলবদলু রাজীব, বৈশালি, শীলভদ্র, মিহিরদের 'হারানোর' চ্যালেঞ্জ নিলেন কোন কোন TMC Candidate

Mar 05, 2021, 20:05 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল দলবদলের পালা। শিবির বদলে ঘাসফুল থেকে পদ্মফুলে গিয়েছেন অনেক তৃণমূল বিধায়ক-ই। এখন 'দলবদলু'দের জায়গায় কাদের প্রার্থী করলেন তৃণমূল নেত্রী? হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতা আসন ধরে রাখার চ্যালেঞ্জ কাদেরকে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? চলুন দেখে নেওয়া যাক- 

2/9

নন্দীগ্রাম। একুশের ভোটের ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কার্যত নন্দীগ্রাম। নন্দীগ্রামের 'ভূমিপুত্র' শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে। সম্ভবত নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু। আর নন্দীগ্রামে তৃণমূলে প্রার্থী হচ্ছেন খোদ নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তেখালির জনসভা থেকেই এবার নন্দীগ্রাম আসন থেকে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী। 

3/9

ডোমজুড় আসনে গতবার তৃণমূলের হয়ে জিতেছিলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়। বিধায়ক ও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে এবার তিনি বিজেপিতে। তাঁর জায়গায় ডোমজুড় আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন কল্যাণ ঘোষ।  

4/9

ব্যারাকপুর আসন থেকে গতবার লড়ে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শীলভদ্র দত্ত। এবার তিনিও বিজেপিতে। হাইভোল্টেজ আসন ব্যারাকপুরে এবার তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। 

5/9

গত বিধানসভা ভোটে বালি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী বৈশালী ডালমিয়াও পদ্ম শিবিরে। তাঁর জায়গায় বালি কেন্দ্রে তৃণমূলের এবার প্রার্থী 'ভূমিপুত্র' পেশায় শিশু চিকিত্সক রানা চ্যাটার্জি। 

6/9

একইরকমভাবে মিহির গোস্বামী বিজেপিতে যোগ দেওয়ায় এবার কোচবিহার দক্ষিণেও তৃণমূলের প্রার্থী বদল। প্রার্থী হচ্ছেন অভিজিত্ দে ভৌমিক। 

7/9

শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর জায়গায় প্রার্থী হচ্ছেন অজয় দে। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসও বিজেপিতে। তাঁর তৃণমূলে 'ঘর ওয়াপসি' নিয়ে জল্পনা ছড়ালেও, পদ্মশিবিরেই আছেন তিনি। তাঁর জায়গায় বনগাঁ উত্তরে এবার তৃণমূল প্রার্থী শ্যামল রায়। 

8/9

বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারি, পাণ্ডবেশ্বেরে এবার তৃণমূল প্রার্থী হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।  অনেক 'নাটকীয়' দড়ি টানাটানি পর্ব শেষে শেষমেশ বিজেপিতেই যোগ দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপিতে কালনার বিধায়ক বিশ্বজিত্ কুন্ডু। তাঁর জায়গায় এবার তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগ।

9/9

শিবির বদলে ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার এখন ঘাসফুল থেকে পদ্মে। তাঁর জায়গায় ডায়মন্ড হারবার আসনে এবার বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হচ্ছেন পান্নালাল হালদার।