'দেখো আমি বাড়ছি মাম্মি', অভিনব কাটআউটে মূল্যবৃদ্ধির প্রতিবাদ মমতার
Mar 07, 2021, 17:15 PM IST
1/8
কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে যখন মোদী গলা চড়াচ্ছেন, ঠিক তখনই শিলিগুড়িতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
2/8
দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্য়ায়। মিমি, নুসরত, দোলাকে পাশে নিয়ে পদযাত্রায় মুখ্যমন্ত্রী।
photos
TRENDING NOW
3/8
তৈরি করা হয়েছে গ্যাস সিলিন্ডারের মডেল। জনপ্রিয় বিজ্ঞাপনী ট্যাগ-লাইনের সঙ্গে মিল রেখে তাতে লেখা হয়েছে, "দেখ আমি বাড়ছি"। অভিনব প্রতিবাদ তৃণমূলের।
4/8
এ দিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
5/8
পদযাত্রা শেষে জনসভায় চড়া সুরে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদীকে। উল্লেখ্য, ব্রিগেড মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মোদী (Narendra Modi)।
6/8
"দেশে একটাই সিন্ডিকেট চলে। মোদী-শাহ সিন্ডিকেট। দেশের সবচেয়ে বড় তোলাবাজ মোদী।" এদিন শিলিগুড়ির (Siliguri) সভা থেকে এভাবেই চাঁছাছোলা ভাষায় চড়াসুরে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
7/8
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় পাল্টা তোপ দাগলেন, "সবচেয়ে বড় তোলাবাজ মোদী। দেশে একটাই সিন্ডিকেট, মোদী আর শাহ। রেল, সেল, এয়ার ইন্ডিয়া বিক্রি করে তোলাবাজি করছে। ব্যাঙ্ক বেচে দিচ্ছে।'
8/8
এ দিন মমতা আরও বলেন যে, 'একটা এলপিজি গ্যাস সিলিন্ডালরের দাম ৯০০ টাকার কাছাকাছি! কেন? একগাড়ি কয়লার কত দাম? একটা ট্রেনের কত দাম? লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে।' উল্লেখ্য শিলিগুড়িতে মমতার মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতোই।