'ছেলের পাশেই বাবা' শিশিরের বাড়িতে মাছ-ভাত খেয়ে বেরিয়ে মন্তব্য Locket-র

Mar 13, 2021, 16:10 PM IST
1/5

অধিকারী বাড়িতে গেলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দেখা করলেন শিশির অধিকারীর (Sisir Adhikari) সঙ্গে। মাছ-ভাতে সারলেন মধ্যাহ্নভোজ। কী কথা হল? জানালেন, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎকার। রাজনৈতিক আলোচনা হয়নি।

2/5

তবে জল্পনা বাড়ল অন্য বাক্যে। কার্যত পান চিবোতে চিবোতেই লকেট চট্টোপাধ্যায় জানালেন, 'ছেলের পাশে বাবা থাকবেন, এটাই তো স্বাভাবিক।'   

3/5

এ দিন লকেট আরও বলেন, শিশিরবাবুর মতো ব্য়ক্তি দলে আসতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে। তবে আজ এ বিষয়ে কথা হয়নি। মাসিমা পান সেজে দিলেন, খেয়েছি।  আবার সময় পেলে আবার আসতে বলেছেন।  

4/5

শনিবার কাঁথিতে (Kanthi)-তে কর্মিসভায় যোগ দেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সেখানে তিনি বলেন, আজ দুপুরে তিনি শিশির অধিকারীর (Shishir Adhikari) বাড়ি শান্তিকুঞ্জে যাবেন। শিশির অধিকারীর কাছে আশীর্বাদ নিতে ও রাজনৈতিক পরামর্শ নিতে তাঁর বাড়ি যাচ্ছেন বলে জানান লকেট।  প্রসঙ্গত উল্লেখ্য ২০ মার্চ কাঁথিতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সভায় শিশির অধিকারী উপস্থিত থাকবে বলেই জল্পনা ছড়িয়েছে।  

5/5

দলবদলের সমীকরণ এখনও স্পষ্ট হচ্ছে না। কে কোন দলে তাও আগে থেকে বোঝা দায়। আসন্ন নির্বাচনে শুরু থেকেই শিরোনামে রয়েছে অধিকারী পরিবার। শুভেন্দুর দলবদলের পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে ঘাসফুল শিবিরের। যোগাযোগ বেড়েছে গেরুয়া গোষ্ঠীর।