কাল ম্যাচ! ধোঁয়ায় ঢাকা দিল্লির স্টেডিয়াম, দূষণ ঠেকাতে এসেছে জলের ট্যাঙ্ক

Nov 02, 2019, 19:56 PM IST
1/5

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

দূষণে জেরবার দিল্লি। ভারত-বাংলাদেশ ম্যাচের থেকেও দিল্লিবাসীর কাছে এখন বায়ুদূষণ বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাল সিরিজের প্রথম টি-২০। তার আগে দিল্লির স্টেডিয়াম ধোঁয়ায় ঢাকা। 

2/5

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

গত বছর এই সময় খেলতে এসে দিল্লির দূষণের পাল্লায় পড়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এবার বাংলাদেশ। এরই মধ্যে গৌতম গম্ভীরের মতো অনেকে ম্যাচ বাতিল করার কথা বলেছেন। কেউ কেউ আবার ভেনু বদলের প্রস্তাবও দিয়েছেন। তবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছেন, কোনওভাবেই এখন ভেনু বদল সম্ভব নয়। 

3/5

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ১, ২, ৩ ও ৬ নম্বর গেটের সামনে দূষণ রোধের জন্য প্রশাসনের তরফে জলের ট্যাঙ্ক রাখা হয়েছে। ম্যাচের আগের দিন সেই ট্যাঙ্ক থেকে জল ছেটানো হয়েছে। 

4/5

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

আগামীকাল ম্যাচ শুরুর আগে আরও একবার স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় জল ছেটানো হবে বলে জানা গিয়েছে। স্টেডিয়ামের চারপাশে জলের ট্যাঙ্কগুলি সাজিয়ে রাখা হয়েছে। 

5/5

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

দিল্লিতে দূষণের মধ্যে ম্যাচ

বাংলাদেশের কোত রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, তাঁর দলের কিছু ক্রিকেটারের শ্বাসকষ্ট ও মাথা ঘোরার সমস্যা দেখা দিয়েছে। তবে যেহেতু টি-২০ ম্যাচ। সময় কম লাগবে। তাই কিছুটা সহজ হবে।