এই স্টেডিয়ামে হয়েছিল বিশ্বকাপ ফাইনাল, করোনা মোকাবিলায় এবার তা কোয়ারেন্টিন সেন্টার!

May 15, 2020, 20:57 PM IST
1/5

করোনাভাইরাস আগুনের মতো ছড়িয়েছে মহারাষ্ট্রে। দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত সেখানেই। মহারাষ্ট্র সরকার পরিস্থিতির সামল দিতে যা যা সম্ভব সবই করছে।

2/5

লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে । এই রাজ্যে  আক্রান্তের সংখ্যা প্রায়  ২৮ হাজার। মৃত্যু হয়েছে হাজারেরও বেশি।

3/5

এই অবস্থায় মহারাষ্ট্র সরকারের কাছে বড় চ্যালেঞ্জ করোনা মোকাবিলায় কোয়ারেন্টিন সেন্টার ।

4/5

গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের(MCA)-এর কাছে ওয়াংখেড়ে স্টেডিয়াম চাইল কোয়ারেন্টিন সেন্টার করার জন্য। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই স্টেডিয়ামেই।

5/5

এর আগে মুম্বইয়ের NSCI স্টেডিয়াম অর্থাৎ  সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামটি কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশন।