Vogueএর কভারে Greta Thunberg,জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করলেন ফ্যাশন ইন্ডাস্ট্রিকে
Aug 10, 2021, 17:09 PM IST
1/6
পরিবেশপ্রেমী গ্রেটা
নিজস্ব প্রতিবেদন: Vogue Scandinavia ম্য়াগাজিনের প্রথম কভার গার্ল হলেন ১৮ বছর বয়সী জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)।
2/6
সবুজের মাঝে
কোনও এক জঙ্গলে শ্যুট করা হয়েছে কভার ছবি সহ আরো বেশ কয়েকটি ছবি। জঙ্গলের মধ্যে হেঁটে চলেছেন গ্রেটা।
photos
TRENDING NOW
3/6
কভার গার্ল
কভারে দেখা গেছে, থুনবার্গ একটি বনের মধ্যে একটি ঘোড়াকে আদর করছেন। তার পরনে ছিল একটি লম্বা কোট।
4/6
গ্রেটার কড়া নিন্দা
এই ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তন বিষয়ে ফ্যাশন শিল্পের কড়া নিন্দা করেছেন। এমনকি জলবায়ু পরিবর্তনের জন্য সরাসরি দায়ী করেছেন ফ্য়াশন জগতকে।
5/6
ফ্যাশন: দূষণকারী শিল্প
দূষণে ছড়ানোর নিরিখে ফ্যাশন বিশ্বের দ্বিতীয় শিল্প । বিশ্বব্যাপী এই শিল্প ২০ শতাংশ জলদূষণ করে থাকে। এমনটাই মত গ্রেটার।
6/6
গ্রেটার বার্তা
তিনি বলেন, ফ্যাশন ব্র্যান্ডগুলোকে তাদের পোশাকের পরিবেশগত যে প্রভাব রয়েছে তার দায়ভার নিতে হবে। যেভাবে সবাই নিজের পোশাককে টেকসই বলে সেরকমই সেগুলি যেন পরিবেশ বান্ধবও হয়।