Two Vande Bharat Expresses: অন্ধকারে জোড়া বিপদ! দু'টি ভিন্ন রুটের 'বন্দে ভারতে' ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা...

Escaping Accidents in Two Vande Bharat Expresses: এক প্রাণীর সঙ্গে ধাক্কা লাগতে-লাগতে বেঁচে গেল বন্দে ভারত। ট্রেনটি বারাণসী থেকে আগ্রা যাচ্ছিল। তখন বেশ রাত।

| Nov 13, 2024, 15:20 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্দে ভারত বারবারই দুর্ঘটনা এড়াচ্ছে। আবারও ঘটল। এবার দুটি দুর্ঘটনা। একটি বিশাখাপত্তনম-দুর্গ বন্দে ভারত এক্সপ্রেস। অন্য়টি বারাণসী-আগ্রা বন্দে ভারত।

1/7

দুর্ঘটনা

লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বিশাখাপত্তনম-দুর্গ বন্দে ভারত এক্সপ্রেস। 

2/7

ট্র্যাকে পাথর

রেল ট্র্যাকে বড় পাথর! ট্র্যাকে কোথা থেকে এল পাথর! ওই বড় পাথরের সঙ্গে রেলের চাকার সংঘর্ষ হলে ঘটে যেতে পারত বড় মাপের দুর্ঘটনা। 

3/7

নুয়াপাড়ায়

নুয়াপাড়া রোড রেলওয়ে স্টেশনে এই ঘটনাটা ঘটেছে। যা মর্মান্তিক দুর্ঘটনাস্থল হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারত। 

4/7

বিশাখাপত্তনম থেকে দুর্গ

ট্রেন বিশাখাপত্তনম থেকে দুর্গ যাচ্ছিল। সেই পথেই পড়ে এই নুয়াপাড়া। 

5/7

রাত তখন ১০টা

রাত তখন ১০টা। সহসা দেখা গেল রেলপথের বাঁ ট্র্যাকে একটা বড় পাথর পড়ে আছে! লেভেল ক্রসিং থেকে মাত্র ১০০ মিটার দূরে! 

6/7

অন্তর্ঘাত?

লোকো পাইলটের উপস্থিতবুদ্ধির জেরে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন। এখন খতিয়ে দেখা হচ্ছে, কাজটি কার? এটাকে সাবোতাজ বলেই মনে করা হচ্ছে। 

7/7

বারাণসী থেকে আগ্রা

অন্য একটি ঘটনায় আর একটি দুর্ঘটনা থেকে বাঁচে অন্য একটি রুটের বন্দে ভারত। চলেশ্বরের কাছে এক প্রাণীর সঙ্গে ধাক্কা লাগতে-লাগতে বেঁচে গেল বন্দে ভারত। ট্রেনটি বারাণসী থেকে আগ্রা যাচ্ছিল। তখন বেশ রাত। ট্রেনটি ঝাঁকুনি দিয়ে গতি কমাতেই সন্ত্রস্ত হয়ে পড়েন যাত্রীরা।